হোম > সারা দেশ > মাদারীপুর

মাদারীপুরে শুক্রবার ১২ ঘণ্টা কারফিউ শিথিল

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুরে আজ শুক্রবার ১২ ঘণ্টা কারফিউ শিথিল করেছে জেলা প্রশাসন। জেলায় আজ সকাল ৭টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে। মাদারীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. নাজমুল ইসলাম এ তথ্য জানিয়েছেন। গতকাল বৃহস্পতিবারও সকাল ৭টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত কারফিউ শিথিল ছিল।

মাদারীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. নাজমুল ইসলাম বলেন, পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত কারফিউ চলবে। তবে পরিস্থিতি কিছুটা উন্নতি হওয়ায় আজ শুক্রবার সকাল ৭টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত কারফিউ শিথিল করা হয়েছে। এ ছাড়া শহরের গুরুত্বপূর্ণ স্থানে তল্লাশি চৌকি বসানো হয়েছে। পাশাপাশি সেনাবাহিনী, বিজিবি, র‍্যাব ও পুলিশ সদস্যদের টহল বাড়ানো হয়েছে।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সম্প্রতি কোটা সংস্কারের দাবিতে আন্দোলনের নামে মাদারীপুর শহরের বিভিন্ন স্থানে দুর্বৃত্তরা তাণ্ডব চালায়। এ সময় সরকারি-বেসরকারি স্থাপনা ভাঙচুরের পাশাপাশি বিভিন্ন স্থানে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। তাতে ৪০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়। জনগণের জানমাল রক্ষায় কারফিউ জারির সিদ্ধান্ত নেয় সরকার। এরই অংশ হিসেবে মাদারীপুরে গত শনিবার থেকে শুরু হয় কারফিউ।

বাণিজ্য মেলায় থাকবে বিআরটিসির বাস সার্ভিস, উদ্বোধন দুই দিন পেছাল

রাজধানীর বসুন্ধরায় আইনজীবীকে পিটিয়ে হত্যা

রাজধানীর হাজারীবাগে যুবককে কুপিয়ে হত্যা

নিষেধাজ্ঞা ভেঙে আতশবাজি-ফানুসে খ্রিষ্টীয় বর্ষবরণ

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মেজর জেনারেল (অব.) মাহমুদুল হাসান মারা গেছেন

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে এসে একজনের মৃত্যু

আজ সন্ধ্যা ৭টা থেকে বন্ধ থাকবে মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন

রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়েসহ তিনজনের মৃত্যু

কেরানীগঞ্জের সেই মাদ্রাসার পাশে ফের বিস্ফোরণ, আহত ১

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ফার্মগেট নামার র‍্যাম্প বন্ধ