হোম > সারা দেশ > মানিকগঞ্জ

ঢাকা-আরিচা মহাসড়কে কঠোর অবস্থানে পুলিশ

প্রতিনিধি, ঘিওর (মানিকগঞ্জ)

করোনা সংক্রমণ রোধে লকডাউনের ২য় দিনে কঠোর অবস্থানে ছিল ঘিওর থানা-পুলিশ। মানুষের ঘরে থাকা নিশ্চিত করতে রাস্তায়, হাট-বাজারে পুলিশ ছিল তৎপর। ঢাকা-আরিচা মহাসড়কে জরুরি সেবা ছাড়া কোন যানবাহন চলাচলে বাঁধা দেওয়া হচ্ছে। পথচারী ও নিত্যপ্রয়োজনীয় দোকান ব্যবসায়ীদের আইন মেনে চলার জন্য মাইকিং করে যাচ্ছেন।

সরেজমিনে দেখা যায়, শনিবার দুপুরে ঢাকা-আরিচা মহাসড়ক, ঘিওর-ঢাকা এবং মানিকগঞ্জ-দৌলতপুর ও টাঙ্গাইল মহাসড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ ছিল। যারা বিনা কারণে বের হচ্ছেন তাঁরা পুলিশের জেরার মুখে পড়ছেন। শুধুমাত্র রোগীবাহী অ্যাম্বুলেন্স এবং জরুরি ও রাষ্ট্রীয় কাজে ব্যবহৃত যানবাহন চলাচল করতে দেখা গেছে। ফেরি চলাচল করছে। এ ছাড়া উপজেলার কয়েকটি পয়েন্টে পুলিশের তল্লাশি ও নজরদারি বৃদ্ধি করা হয়েছে। লকডাউনে মানুষজনকে ঘরে রাখতে তারা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

আজ সকাল থেকে বিকেল ৪টা পর্যন্ত বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, ঢাকা আরিচা মহাসড়কের বানিয়াজুরী বাসস্ট্যান্ডে ঘিওর থানার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মানুষজনকে ঘরে থাকা নিশ্চিত করতে রাস্তায় চলাচল নিয়ন্ত্রণ করছে। সড়কে রিকশা, অটোরিকশা দেখা মাত্রই সেগুলোর চাকার হাওয়া ছেড়ে দিতেও দেখা গেছে।

ঘিওর থানা অফিসার ইনচার্জ মো. রিয়াজ উদ্দিন আহম্মেদ বিপ্লব সাংবাদিকদের জানান, আমরা কোন ধরনের যানবাহন সড়কে চলতে দেওয়া হচ্ছে না। মাইকিং করে সবাইকে ঘরে থাকার জন্য বলা হচ্ছে। আমরা কঠোরভাবে দিনরাত আমাদের দায়িত্ব পালন করে যাচ্ছি।

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলায় র‍্যাকের নিন্দা

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়

‎হাদি হত্যার বিচার দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের নতুন কমিটি

প্রথম আলোর কার্যালয়ের সামনে কর্মীদের মানববন্ধন

হাদির হত্যাকাণ্ডকে ‘ব্যবহার করে’ উচ্ছৃঙ্খলতার নিন্দা গণতান্ত্রিক সংস্কার জোটের

প্রথম আলো ও ডেইলি স্টারের ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন আইজিপির