মানিকগঞ্জের ঘিওর উপজেলায় গোখাদ্য হিসেবে চাষ হওয়া নেপিয়ার ঘাসখেতের ভেতরে গাঁজা চাষের অভিযোগে অভিযান চালিয়ে গাঁজার গাছ উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও পুলিশ। অভিযানে গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্ত চাষি মন্টু মিয়াকে।
গতকাল সোমবার রাতে উপজেলার বানিয়াজুরি ইউনিয়নের গোয়ালডাঙ্গী এলাকায় এ অভিযান চালানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম।
গ্রামের বাসিন্দা আব্দুল কুদ্দুস বলেন, ‘দূর থেকে দেখলে আগাছা মনে হয়, কিন্তু কাছে গেলে বোঝা যায়, সেগুলো গাঁজার গাছ। দিনের বেলায় কেউ কিছু বলে না, তবে রাতে বাইরের লোকজন আসে গাছ দেখতে।’
ওসি রফিকুল ইসলাম বলেন, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সঙ্গে যৌথ অভিযানে দুটি গাঁজার গাছ উদ্ধার করা হয়েছে এবং মন্টু মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ঘিওর থানায় মামলা দায়ের করা হয়েছে।