হোম > সারা দেশ > গাজীপুর

শ্রীপুরে মধ্যরাতে কাভার্ড ভ্যানে আগুন

গাজীপুর শ্রীপুরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ২ নম্বর সিঅ্যান্ডবি এলাকায় একটি কাভার্ড ভ্যানে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। গতকাল বুধবার দিবাগত রাত ২টার দিকে এ ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। 

আজ বৃহস্পতিবার সকালে ঘটনাস্থলে কাভার্ড ভ্যানটি পরিত্যক্ত অবস্থায় দেখা যায়। এ সময় স্থানীয়রা জানান, মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা ভ্যানটিতে হঠাৎ আগুন জ্বলতে দেখা যায়। জানতে পেরে পাশের একটি দোকানে অবস্থান করা ভ্যানটির চালক দ্রুত ঘটনাস্থলে যান। এরপর আশপাশের লোকজনকে সঙ্গে নিয়ে আগুন নিভিয়ে ফেলেন। তবে নেভানোর আগেই কাভার্ড ভ্যানটির কেবিনের বেশির ভাগ অংশ পুড়ে যায়। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। 

স্থানীয় বাসিন্দা শাহজাহান মিয়া আজকের পত্রিকাকে বলেন, ‘হঠাৎ আগুন আগুন বলে চিৎকার শুনে আমিসহ বেশ কয়েকজন ঘটনাস্থলে যাই। গাড়িতে কারা আগুন দিয়েছে তা জানতে পারিনি। তবে খুব দ্রুত আগুন বড় আকারে ছড়িয়ে পড়া দেখে মনে হয়েছে পেট্রল দিয়ে ধরানো হয়েছিল।’

এ বিষয়ে কাভার্ড ভ্যানের চালকের মোবাইল ফোনে একাধিকবার কল দিলেও রিসিভ করেননি তিনি। তবে এখনো এ বিষয়ে খবর পায়নি বলে জানিয়েছেন মাওনা হাইওয়ে থানার পুলিশ। থানার পরিদর্শক (ট্রাফিক) মো. আনোয়ার হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘এমন ঘটনার খবর পাইনি। খোঁজ নেব।’

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন