হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

বিএনপির সংঘর্ষে জোড়া খুন, পৃথক মামলায় গ্রেপ্তার ৮

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বন্দর থানা। ছবি: আজকের পত্রিকা

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপি সমর্থকদের দুই পক্ষের সংঘর্ষে জোড়া খুনের ঘটনায় দুটি মামলা করা হয়েছে। মামলায় আসামি করা হয়েছে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক দুই কাউন্সিলরকে।

গতকাল রোববার রাতে বন্দর থানায় নিহত ব্যক্তিদের পরিবার বাদী হয়ে এসব মামলা করে। আজ সোমবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী। তিনি জানান, দুটি মামলায় চারজন করে মোট আটজনকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ জানায়, চা-দোকানি আব্দুল কুদ্দুস (৬০) হত্যায় তাঁর মেয়ে রোকসানা বাদী হয়ে মামলা করেছেন। এই মামলায় নাসিকের সাবেক কমিশনার ও বহিষ্কৃত বিএনপি নেতা হান্নান সরকারকসহ ১৩ জনের নাম উল্লেখ করে মামলা করা হয়েছে। এই মামলায় আরও ৩০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

অন্যদিকে বন্দর থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান (৪২) হত্যায় তাঁর ভাই খালেদ সাইফুল্লাহ বাদী হয়ে মামলা করেছেন। এই মামলায় ২৯ জনের নাম উল্লেখ ও ৪০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। মামলার ৪ নম্বরে রয়েছেন নাসিকের সাবেক কাউন্সিলর শাহিন মিয়া।

দুটি মামলার এজাহারে সাবেক আরেক কাউন্সিলর ও মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কাউসার আশার গ্রুপের সঙ্গে বিরোধের কথা উল্লেখ করা হলেও তাঁকে মামলায় আসামি করা হয়নি।

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন