হোম > সারা দেশ > ঢাকা

সামাজিক বৈষম্যসহ সাম্প্রদায়িক প্রবণতা বাড়ছে, সংখ্যালঘু ঐক্য মোর্চার দাবি

আজকের পত্রিকা ডেস্ক­

সিরডাপ মিলনায়তনে ‘ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘু জনগোষ্ঠীর মানবাধিকার: আমাদের করণীয়’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান। ছবি: আজকের পত্রিকা

সংখ্যালঘু ঐক্য মোর্চা মন্তব্য করেছে, স্বাধীনতার ৫৩ বছর অতিক্রান্ত হলেও ক্ষমতায় থাকা কোনো রাজনৈতিক দলই দেশে প্রকৃত গণতন্ত্র, অসাম্প্রদায়িকতা ও বৈষম্য বিলোপ নিশ্চিত করতে পারেনি। মোর্চার নেতাদের অভিযোগ, সম্প্রতি সাম্প্রদায়িকতাও বেড়েছে।

আজ শনিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘু জনগোষ্ঠীর মানবাধিকার: আমাদের করণীয়’ শীর্ষক আলোচনা অনুষ্ঠানে সংখ্যালঘু ঐক্য মোর্চার নেতারা এসব কথা বলেন।

আলোচনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন বলেন, ‘সংখ্যালঘু শব্দটি অগণতান্ত্রিক। তারা রাষ্ট্রের নাগরিক। সেভাবে বিবেচনা করা উচিত।’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক জোবাইদা নাসরীন বলেন, ‘আজকে সংখ্যালঘু নিপীড়ন হলে বলা হচ্ছে, তারা আওয়ামী লীগের দোসর। তাই তাদের ওপর আক্রমণ করা হচ্ছে। এভাবে বিচারহীনতার ঘটনাকে বৈধ করা যাবে না।’

দৈনিক সমকালের উপদেষ্টা সম্পাদক আবু সাঈদ খান বলেন, ‘যখনই কোনো সরকার পরিবর্তন হয়, তখনই সংখ্যালঘু জনগোষ্ঠীর ওপর নির্যাতন নেমে আসে।’

লিখিত বক্তব্যে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও সংখ্যালঘু ঐক্য মোর্চার যুগ্ম সমন্বয়ক মনীন্দ্র কুমার নাথ বলেন, ‘দুঃখজনকভাবে অন্তর্বর্তী সরকার ও কিছু রাজনৈতিক দল সংখ্যালঘু নিপীড়নের ঘটনাগুলোকে রাজনৈতিক সহিংসতার প্রলেপ লাগিয়ে পাশ কাটিয়ে যেতে চাইছে।’

ধানমন্ডিতে ককটেল বিস্ফোরণ

ঋণমুক্তির স্বপ্ন নিয়ে ঢাকায় এসেছিলেন সিয়াম, নিভে গেলেন হাতবোমায়

হাদি হত্যা: আদালতে ঘটনার যে বর্ণনা দিলেন প্রত্যক্ষদর্শী সেই রিকশাচালক

নারায়ণগঞ্জে কোটি টাকা মূল্যের নকল স্ট্যাম্প জব্দ, আটক ২

ফরিদপুর জিলা স্কুলের ১৮৫ বছর পূর্তি, জমকালো আয়োজনে নবীন-প্রবীণের মিলনমেলা

ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে তীব্র যানজট

গজারিয়ায় পুলিশের টহল গাড়িতে কাভার্ড ভ্যানের ধাক্কা, সার্জেন্টসহ আহত দুই

রাজবাড়ীতে চাঁদাবাজির সময় গণপিটুনিতে সম্রাট বাহিনীর প্রধান নিহত

সুজনের গোলটেবিলে পর্যবেক্ষণ: ভোটের খরচ না কমলে দুর্নীতিও কমবে না

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার যানজট