হোম > সারা দেশ > ফরিদপুর

ছোট ভাইকে পানিতে ডুবতে দেখে বোনের ঝাঁপ, প্রাণ গেল দুজনেরই

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। ছবি: আজকের পত্রিকা

ছোট ভাইকে পুকুরের পানিতে ডুবে যেতে দেখে প্রাণ বাঁচাতে ছুটে গিয়েছিল বড় বোন। কিন্তু ডুবে যায় বোনও। অচেতন অবস্থায় তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেছেন। মৃত ওই দুই ভাই-বোনের নাম তানহা ইসলাম (৭) ও আবু তালহা (৫)।

আজ বৃহস্পতিবার দুপুর ১২টায় ফরিদপুরের সালথা উপজেলার রামকান্তপুর ইউনিয়নের বাহিরদিয়া গ্রামে এ ঘটনা ঘটে। শিশু দুটি মায়ের সঙ্গে ওই গ্রামের নানা মতিয়ার মাতুব্বরের বাড়িতে বেড়াতে এসেছিল। তারা বোয়ালমারী উপজেলার সুমন শেখের সন্তান। বাবা সুমন শেখ পরিবার নিয়ে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার জামালপুর গ্রামে নানাবাড়িতে বসবাস করেন।

নানা মতিয়ার মাতুব্বর জানান, তানহা ও আবু তালহা গতকাল বুধবার তাদের মায়ের সঙ্গে নানাবাড়িতে বেড়াতে আসে। আজ সকাল ১১টার দিকে আবু তালহা কয়েকজন শিশুর সঙ্গে বাড়ির পাশে পুকুরে গোসল করতে নামে। এ সময় সে পানিতে ডুবে যায়। বোন তানহা দেখতে পেয়ে তাকে বাঁচাতে নিজে পানিতে ঝাঁপিয়ে পড়ে। এ সময় সেও ডুবে যায়।

খবর পেয়ে তাদের দুজনকে পানি থেকে উদ্ধার করে পার্শ্ববর্তী বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এ সময় স্বজনদের আহাজারিতে হৃদয়বিদারক পরিবেশের অবতারণা হয় হাসপাতাল চত্বরে।

জানতে চাইলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক শাকিলা আজাদ বলেন, ‘শিশু দুটিকে হাসপাতালে আনার আগেই মারা গেছে। তারপরও ইসিজি করে কনফার্ম হয়েছি। তারা মারা গেছে। পরে পরিবারের কাছে লাশ দুটি হস্তান্তর করা হয়েছে।’

ঘটনার সত্যতা নিশ্চিত করে রামকান্তপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইশারত হোসেন বলেন, শিশু দুটি আপন ভাই-বোন। মায়ের সঙ্গে নানাবাড়িতে বেড়াতে আসে। পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে তাদের করুণ মৃত্যু হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ফাতেমা এবার জাইমা রহমানের ছায়াসঙ্গী!

বাকি আছে ২২ দিন, এর মধ্যে হাদি হত্যার বিচার না হলে সরকার পতনের আন্দোলন: ইনকিলাব মঞ্চ

সাভারে নিজ বাড়িতে ব্যবসায়ীর দুই চোখ ওপড়ানো লাশ

বিটিআরসি ভবনে হামলার মামলায় ৪৫ আসামি কারাগারে

বিটিআরসি ভবনে হামলায় ৫৫ জনের নামে মামলা

হাদি হত্যার বিচার দাবিতে আবারও শাহবাগে ইনকিলাব মঞ্চ

রাজধানীতে বাসা থেকে নারী পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার, স্বামীর দাবি—আত্মহত্যা

ঘন কুয়াশায় শাহজালালে নামতে না পেরে চট্টগ্রাম-কলকাতা-ব্যাংককে গেল ৯ ফ্লাইট

বিটিআরসি ভবনে হামলার ঘটনায় ২৬ জন আটক

হাদি হত্যা: সঞ্জয় ও অস্ত্রসহ গ্রেপ্তার ফয়সালের স্বীকারোক্তিমূলক জবানবন্দি