হোম > সারা দেশ > ঢাকা

জিএসপি বন্ধ করতে রাজনৈতিক নেতারা চিঠি লেখেন: আইজিপি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বিদেশে জিএসপি বন্ধ করতে রাজনৈতিক নেতারা চিঠি লেখেন বলে অভিযোগ করে পুলিশ প্রধান (আইজিপি) বেনজির আহমেদ তাঁদের উদ্দেশে বলেছেন, ‘রাজনীতি করেন জনগণের জন্য। আবার জনগণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন। জনগণকে নিশ্চিহ্ন করার উদ্যোগ গ্রহণ করেন। আপনারা কারা, হু আর ইউ? কী চান আপনারা?’ 

আজ শনিবার বিকেলে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনসের অডিটোরিয়াম হলে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আলোচনা সভায় এ বক্তব্য দেন আইজিপি। অনুষ্ঠানে মুজিব বর্ষ স্মারকগ্রন্থ ‘অনশ্বর পিতা’-এর মোড়ক উন্মোচন ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়। ‘অনশ্বর পিতা’ বইয়ের সম্পাদনা করেন ডিএমপি অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) কৃষ্ণ পদ রায়। 

প্রধানমন্ত্রীর দূরদৃষ্টিসম্পন্ন রাষ্ট্রনীতির কারণে দেশে যে বিস্ময়কর অর্থনৈতিক উন্নতি হয়েছে, তার পেছনে বাংলাদেশ পুলিশের একটি গুরুত্বপূর্ণ অবদান রয়েছে উল্লেখ করে আইজিপি বলেন, ‘কারণ আমরা এ দেশের সামাজিক স্থিতিশীলতা, সামাজিক শান্তি এবং সামাজিক শৃঙ্খলা রক্ষার কাজ করি। আমরা এই পুলিশ বাহিনী মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দিকনির্দেশনায় এ দেশে আইনশৃঙ্খলা প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছি। যার কারণে আমাদের দেশে ব্যবসা-বাণিজ্য করার জন্য যে অনুকূল পরিবেশের দরকার, তা তৈরি হয়েছে। বিদেশি ইনভেস্টমেন্ট আসার যে অনুকূল পরিবেশ, বাংলাদেশে এখন যে বিদেশিরা ইনভেস্ট করতে ভরসা পায়, সাহস পায়, কারণ এখানে অনুকূল পরিবেশ রয়েছে।’ 

পুলিশ বাহিনী শকুনের হামলা প্রতিহত করেছে উল্লেখ করে বেনজীর আহমেদ বলেন, ‘এক শ্রেণির মানুষ ক্রমাগত আমাদের খামচে ধরে টেনে হিঁচড়ে নামিয়ে নিয়ে যেতে চায়। ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষেপ করতে চায়। বারবার শকুনের হামলা, সেই হামলাতেও কিন্তু বাংলাদেশ পুলিশ মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের তত্ত্বাবধানে বারবার সেই শকুনকে পরাজিত করতে সক্ষম হয়েছি। আগামী দিনগুলোতেও আমাদের সতর্ক থাকতে হবে, যাতে করে আমাদের স্বাধীনতার সুফল আমাদের দেশবাসী উপভোগ করছেন, সেটিকে কেউ ধ্বংস করতে না পারে।’ 

ভারতে মোগল শাসন সূচনার ইতিহাসের দিকে ইঙ্গিত করে পুলিশ প্রধান বলেন, ‘কথিত আছে মেবারের রাজা রানা সিং বাবরকে ভারত আক্রমণের জন্য আমন্ত্রণ জানিয়েছিল। আমরা দেখি, এই ভূত এখনো যায় নাই। আমাদের নেতৃবৃন্দ চিঠি লেখে জিএসপি বন্ধ করার জন্য। আমরা দেখি আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ লবিস্ট নিয়োগ করে দেশের ওপর অর্থনৈতিক অবরোধ আরোপ করার জন্য। রাজনীতি করছেন, জিএসপি বন্ধ করে কার টুঁটি চেপে ধরতে চান? ২২ লাখ মহিলা শ্রমিক কাজ করে গার্মেন্টস সেক্টরে। প্রায় ৪০ লাখেরও বেশি মানুষ কাজ করে সরাসরি।’ 

আইজিপি হুংকার দিয়ে বলেন, ‘জিএসপি বন্ধ হলে কার ক্ষতি হবে? অর্থনৈতিক অবরোধ হলে কার ক্ষতি হবে? রাজনীতি করেন জনগণের জন্য। আবার জনগণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন। জনগণকে নিশ্চিহ্ন করার উদ্যোগ গ্রহণ করেন। আপনারা কারা, হু আর ইউ? কী চান আপনারা?’ 

আইজিপি বলেন, ‘এ কারণেই গতকাল রাতে সাংস্কৃতিক বিপ্লবের কথা বলেছি। এই কলুষিত অংশ, এই দূষিত অংশ, উন্নততর মূল্যবোধ, উন্নততর জাতীয়তাবোধ, উন্নততর আত্মশ্লাঘার মাধ্যমে এই সমস্ত কলুষিত অংশকে আমাদের জাতিসত্তার শরীর থেকে মুছে ফেলতে হবে।’ 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। পুলিশের স্পেশাল ব্রাঞ্চের প্রধান ও পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি মো. মনিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ডিএমপির গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার ও পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. আসাদুজ্জামান। 

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন—অতিরিক্ত আইজিপি (প্রশাসন) ড. মাইনুর রহমান চৌধুরী, ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম, র‍্যাবের মহাপরিচালক চৌধুরী আব্দুল্লাহ আল মামুনসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৯

৯ ঘণ্টা পর প্রক্টর অফিস থেকে ছাড়া পেলেন চবির সেই শিক্ষক

এলপিজির সংকট কাটছে না শিগগির

নারায়ণগঞ্জে সিমেন্ট কারখানায় বিস্ফোরণে ৭ জন দগ্ধ

দক্ষিণ বনশ্রীতে স্কুলছাত্রীর গলাকাটা লাশ উদ্ধার

নিকুঞ্জে অজ্ঞান পার্টির কবলে অষ্টম শ্রেণির ছাত্র

হাদি হত্যা: চার্জশিটে আপত্তি থাকলে বাদীকে আদালতে হাজির হওয়ার নির্দেশ

গুলিস্তানে বাসের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধার

অপারেশন ডেভিল হান্ট ফেজ-২: গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮

স্বেচ্ছাসেবক দলের নেতা মোসাব্বির হত্যায় শুটার জিনাতসহ গ্রেপ্তার ৩