হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

সাবেক মেয়র আইভী আরও দুই মামলায় গ্রেপ্তার

নারায়ণগঞ্জ প্রতিনিধি

ডা. সেলিনা হায়াৎ আইভী। ফাইল ছবি

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি সেলিনা হায়াৎ আইভীকে আরও দুই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

আজ শনিবার নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শহীদুল ইসলাম চৌধুরীর আদালতে গ্রেপ্তারের আবেদন করা হলে শুনানি শেষে বিচারক তা মঞ্জুর করেন। শুনানিতে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে ভার্চুয়ালি অংশ নেন আইভী।

এ নিয়ে আইভীর বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ ও ফতুল্লা থানায় হওয়া মোট পাঁচ মামলার মধ্যে তিনটিতে তাঁকে গ্রেপ্তার দেখানো হলো। বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন আদালত পুলিশের পরিদর্শক কাইউম খান।

মামলার আসামি পক্ষের আইনজীবী আওলাদ হোসেন জানান, ছাত্র-জনতার আন্দোলন চলাকালে গত বছরের ২০ জুলাই ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জে রিকশাচালক তুহিন গুলিবিদ্ধ হয়ে মারা যান। এই ঘটনায় তাঁর স্ত্রী আলেয়া আক্তার বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা করেন। একই দিন পায়ে গুলিবিদ্ধ হয়ে আহত হন নাদিম নামের আরেক আন্দোলনকারী। এই দুই ঘটনার মামলায় এজাহারভুক্ত আসামি হিসেবে আইভীকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

আইভীকে ৯ মে ভোরে নারায়ণগঞ্জ শহরের দেওভোগ এলাকার চুনকা কুটির থেকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাঁকে পোশাককর্মী মিনারুল ইসলাম হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে তোলা হলে বিচারক তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। শেষে তাঁকে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।

‎জবির ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন

ঢাকায় ঘন কুয়াশা : ৮ ফ্লাইট নামল চট্টগ্রাম, কলকাতা ও ব্যাংককে

ঘন কুয়াশায় সাড়ে ১৪ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌ-রুটে ফেরি চলাচল শুরু

তারেক রহমানের ওসমান হাদির কবর জিয়ারতকে ঘিরে শাহবাগ এলাকায় কড়া নিরাপত্তা

হাদির কবর জিয়ারতে আসবেন তারেক রহমান, শাহবাগ মোড় থেকে সরে গেল ইনকিলাব মঞ্চ

রাত পেরিয়ে সকাল, শাহবাগ ছাড়েননি হাদি হত্যার বিচার দাবিতে বিক্ষোভকারীরা

ডেমরায় ডিবি পরিচয়ে অপহরণচেষ্টাকালে আটক ৩

কেরানীগঞ্জে মাদ্রাসা ভবনে বিস্ফোরণ, শিশুসহ আহত ৪

হাদি হত্যা মামলা: ফয়সালকে পালাতে সহযোগিতার অভিযোগে গ্রেপ্তার দুজন কারাগারে

গুলিস্তানের ভবনটিতে ফায়ার হাইড্রেন্ট না থাকায় আগুন নিয়ন্ত্রণে দেড় ঘণ্টা লাগে: ফায়ার সার্ভিস