হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

সাবেক মেয়র আইভী আরও দুই মামলায় গ্রেপ্তার

নারায়ণগঞ্জ প্রতিনিধি

ডা. সেলিনা হায়াৎ আইভী। ফাইল ছবি

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি সেলিনা হায়াৎ আইভীকে আরও দুই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

আজ শনিবার নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শহীদুল ইসলাম চৌধুরীর আদালতে গ্রেপ্তারের আবেদন করা হলে শুনানি শেষে বিচারক তা মঞ্জুর করেন। শুনানিতে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে ভার্চুয়ালি অংশ নেন আইভী।

এ নিয়ে আইভীর বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ ও ফতুল্লা থানায় হওয়া মোট পাঁচ মামলার মধ্যে তিনটিতে তাঁকে গ্রেপ্তার দেখানো হলো। বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন আদালত পুলিশের পরিদর্শক কাইউম খান।

মামলার আসামি পক্ষের আইনজীবী আওলাদ হোসেন জানান, ছাত্র-জনতার আন্দোলন চলাকালে গত বছরের ২০ জুলাই ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জে রিকশাচালক তুহিন গুলিবিদ্ধ হয়ে মারা যান। এই ঘটনায় তাঁর স্ত্রী আলেয়া আক্তার বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা করেন। একই দিন পায়ে গুলিবিদ্ধ হয়ে আহত হন নাদিম নামের আরেক আন্দোলনকারী। এই দুই ঘটনার মামলায় এজাহারভুক্ত আসামি হিসেবে আইভীকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

আইভীকে ৯ মে ভোরে নারায়ণগঞ্জ শহরের দেওভোগ এলাকার চুনকা কুটির থেকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাঁকে পোশাককর্মী মিনারুল ইসলাম হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে তোলা হলে বিচারক তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। শেষে তাঁকে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।

শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান নিয়োগ হবে পরীক্ষায়

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট