হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

ফতুল্লায় গৃহবধূর ‘আত্মহত্যা’, স্বামী কারাগারে 

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের ফতুল্লায় পারিবারিক কলহের জেরে স্বপ্না নামে এক গৃহবধূ ‘আত্মহত্যা’ করেছেন। এ ঘটনায় আজ মঙ্গলবার স্বামী রিয়াদ হাসান ফাহিমকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

এর আগে সোমবার বিকেলে ঘরের সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ওই গৃহবধূ ‘আত্মহত্যা’ করেন। ওই দিন রাতে আত্মহত্যার প্ররোচনার অভিযোগ এনে গৃহবধূর বাবা থানায় একটি মামলা দায়ের করেন। স্বপ্না ফতুল্লা মাসদাইর খানকা মোড় এলাকার আশরাফুলের মেয়ে।

পরে পুলিশ রিয়াদ হাসান ফাহিমকে গ্রেপ্তার করে। তিনি রংপুর জেলার মাহিগঞ্জ থানার পশ্চিম খাসেরবাগ এলাকার মজিদুল হকের ছেলে।

 ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিজাউল হক দিপু বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন।

মামলায় উল্লেখ করা হয়, সাত মাস আগে প্রেমের সম্পর্কে স্বপ্না (১৮) ও রিয়াদ (২১) বিয়ে করেন। বিয়ের পর সামান্য কিছুতেই স্বপ্নাকে মারধর করতেন রিয়াদ। সোমবার দুপুরে উভয়ের মধ্যে পারিবারিক বিষয় নিয়ে ঝগড়া হয়। একপর্যায়ে স্বপ্না বাবার বাড়ি চলে আসতে চাইলে রিয়াদ তাঁকে একেবারে চলে যেতে বলেন। এরপরেই স্বামীর অগোচরে স্বপ্না ঘরের সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন।

এই বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক কামরুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, অভিযুক্তের বিরুদ্ধে আত্মহত্যার প্ররোচনার মামলা হয়েছে। তাঁকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

টেলিগ্রামে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১

মুছাব্বির হত্যায় গ্রেপ্তারদের মধ্যে দুজন আপন ভাই, আরেক ভাই পলাতক: ডিবি

সমিতির নামে কোটি টাকা আত্মসাৎ, হোতা গ্রেপ্তার

বিএনপির প্রার্থীর নির্বাচনী সভায় আওয়ামী লীগ নেতার ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান

রেডিওথেরাপির সক্ষমতা বাড়ানো দরকার

রাসিকের সাবেক মেয়র লিটন ও পরিবারের ৪১ ব্যাংক হিসাব অবরুদ্ধ