হোম > সারা দেশ > কিশোরগঞ্জ

বিদ্যুতের লুকোচুরি, প্রচণ্ড গরমে অতিষ্ঠ জনজীবন 

অষ্টগ্রাম (কিশোরগঞ্জ) প্রতিনিধি

কিশোরগঞ্জের হাওর উপজেলা অষ্টগ্রামের ছয় ইউনিয়নে অসহনীয় লোডশেডিং। ভ্যাপসা গরমে মানুষের ভোগান্তি চরমে। গতকাল মঙ্গলবার সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত চলে বিদ্যুতের লুকোচুরি খেলা। 

মিঠামইন পল্লী বিদ্যুৎ সমিতির জোনাল অফিস সূত্রে জানা যায়, শরৎকালে এই ভ্যাপসা গরমে জাতীয়ভাবে চাহিদার তুলনায় বিদ্যুৎ উৎপাদিত না হওয়ায় সরবরাহে কিছু সমস্যা হচ্ছে। অচিরেই বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হবে বলে জানানো হয়।

স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত অষ্টগ্রাম পল্লী বিদ্যুৎ এরিয়া অফিসের পূর্ব অষ্টগ্রাম, কলমা, দেওঘর, বাঙ্গালপাড়া ইউনিয়নে এক ঘণ্টা পর পর লোড শেডিং হয়।  আব্দুল্লাহপুর ও আদমপুর ইউনিয়নেও ব্যাপক লোডশেডিংয়ের খবর পাওয়া গেছে। এ সময় কয়েক হাজার গ্রাহক চরম বিপাকে পড়ে। 

দেওঘর ইউনিয়নের শেখ বোরহান উদ্দিন বলেন, গরম যত বাড়ে, বিদ্যুৎ তত কমে। এই অসহনীয় গরমে দুই-তিন ঘণ্টা বিদ্যুৎ ছিল মনে হয়। গতকাল মঙ্গলবার রাতে মনে হলো বিদ্যুৎ লুকোচুরি খেলা শুরু করেছে।

খয়েরপুর-আব্দুল্লাহপুর ইউনিয়নের বিল্লাল হোসেন বলেন, সন্ধ্যায় কারেন্ট গিয়ে এল রাত ১২টায়। ১৫ মিনিট পর আবার গেল। সারা রাতে দুই-আড়াই ঘণ্টা বিদ্যুৎ ছিল। এই গরমে মানুষ অতিষ্ঠ  বিদ্যুৎ ছাড়া। এর সমাধান দরকার। 

মিঠামইন পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার প্রকৌশলী জসিম উদ্দিন বলেন, জাতীয়ভাবে উৎপাদনের তুলনায় রাতে চাহিদা বেড়ে যাওয়ায় কিছু কিছু এলাকায় সরবরাহ সাময়িক বন্ধ রাখতে হচ্ছে। দিনে কোনো  সমস্যা হচ্ছে না। 

ধানমন্ডিতে ককটেল বিস্ফোরণ

ঋণমুক্তির স্বপ্ন নিয়ে ঢাকায় এসেছিলেন সিয়াম, নিভে গেলেন হাতবোমায়

হাদি হত্যা: আদালতে ঘটনার যে বর্ণনা দিলেন প্রত্যক্ষদর্শী সেই রিকশাচালক

নারায়ণগঞ্জে কোটি টাকা মূল্যের নকল স্ট্যাম্প জব্দ, আটক ২

ফরিদপুর জিলা স্কুলের ১৮৫ বছর পূর্তি, জমকালো আয়োজনে নবীন-প্রবীণের মিলনমেলা

ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে তীব্র যানজট

গজারিয়ায় পুলিশের টহল গাড়িতে কাভার্ড ভ্যানের ধাক্কা, সার্জেন্টসহ আহত দুই

রাজবাড়ীতে চাঁদাবাজির সময় গণপিটুনিতে সম্রাট বাহিনীর প্রধান নিহত

সুজনের গোলটেবিলে পর্যবেক্ষণ: ভোটের খরচ না কমলে দুর্নীতিও কমবে না

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার যানজট