গাজীপুরের কাপাসিয়ায় নিখোঁজের ১৮ ঘণ্টা পর মো. মিয়াজউদ্দিন (৮২) নামের এক কৃষকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
আজ সোমবার ভোরে উপজেলার বারিষাব ইউনিয়নের ভিকারটেক গ্রামের ধানখেত থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। মিয়াজউদ্দিন ওই গ্রামের বাসিন্দা।
বৃদ্ধের পরিবার জানায়, গতকাল রোববার সকাল থেকে দুপুর পর্যন্ত কৃষক মিয়াজউদ্দিন তাঁর বাড়ির কাছের একটি আমনখেতে আগাছা পরিষ্কারের কাজ করছিলেন। দুপুরের পর থেকে স্বজনেরা তাঁকে খুঁজে না পেয়ে ওই ধানখেতসহ আশপাশের এলাকা ও আত্মীয়দের বাড়িতে খোঁজ নিতে থাকেন। গতকাল ভোরে আবারও সেই ধানখেতে গিয়ে তাঁর লাশ পড়ে থাকতে দেখেন। পরে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।
কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু বকর মিয়া জানান, ওই কৃষকের সুরতহালে দেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বার্ধক্যজনিত কোনো কারণে পানিতে পড়ে গিয়ে তিনি মারা যেতে পারেন বলে। এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা হয়েছে। তাঁর স্বজনদের কোনো অভিযোগ না থাকায় বিনা ময়নাতদন্তে পরিবারের মরদেহ হস্তান্তর করা হয়েছে।