হোম > সারা দেশ > গাজীপুর

কালিয়াকৈরে বাসাবাড়িতে ডাকাতি, স্বর্ণালংকার–টাকাসহ মালপত্র লুট

কালিয়াকৈর (গাজীপুর) সংবাদদাতা

গতকাল মঙ্গলবার গাজীপুরের কালিয়াকৈরের বরাব এলাকায় বাসাবাড়িতে ডাকাতি হয়। ছবি: আজকের পত্রিকা

গাজীপুরের কালিয়াকৈরে একটি বসতবাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। লুট করা হয়েছে টাকা, স্বর্ণালংকারসহ বিভিন্ন মালপত্র। গতকাল মঙ্গলবার গভীর রাতে উপজেলার বরাব এলাকায় এ ঘটনা ঘটে।

এলাকাবাসী, ভুক্তভোগী পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, কালিয়াকৈর উপজেলার বরাব এলাকার আবুল কালাম আজাদের বসতবাড়িতে ডাকাতি হয়।

মঙ্গলবার গভীর রাতে মুখোশ পরা পাঁচ-ছয়জনের একটি ডাকাত দল সেখানে হানা দেয়। তারা ওই বাড়ির সামনের গেট ভেঙে ভেতরে ঢোকে। আবুল কালাম ও তাঁর পরিবারকে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতেরা। পরে তারা আড়াই ভরি সোনা, ২৫ হাজার টাকা, দুটি মোবাইলসহ বিভিন্ন মালপত্র লুট করে। ভুক্তভোগীদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসার আগেই ডাকাতেরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

আজ বুধবার সকালে আবুল কালাম আজাদ বলেন, ‘মুখোশ পরা ডাকাতেরা বাড়ির সামনের গেট ভেঙে ভেতর ঢোকে। তারা আমাদের অস্ত্রের মুখে জিম্মি করে টাকা, স্বর্ণালংকারসহ বিভিন্ন মালপত্র লুট করে।’

গতকাল মঙ্গলবার গাজীপুরের কালিয়াকৈরের বরাব এলাকায় বাসাবাড়িতে ডাকাতি হয়। ছবি: আজকের পত্রিকা

কালিয়াকৈর থানাধীন মৌচাক পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) আব্দুস সেলিম বলেন, ডাকাতির খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থলে গিয়েছিল। পুলিশ পৌঁছানোর আগে ডাকাত দল পালিয়ে যায়। তাদের ধরার জন্য পুলিশের চেষ্টা অব্যাহত রয়েছে।

হাদি হত্যা মামলা: ফয়সালকে পালাতে সহযোগিতার অভিযোগে গ্রেপ্তার দুজন কারাগারে

গুলিস্তানের ভবনটিতে ফায়ার হাইড্রেন্ট না থাকায় আগুন নিয়ন্ত্রণে দেড় ঘণ্টা লাগে: ফায়ার সার্ভিস

হাদি হত্যার বিচার দাবিতে শাহবাগে অবরোধ চালিয়ে যাওয়ার ঘোষণা ইনকিলাব মঞ্চের

দীপু দাসের হত্যাকারীদের শাস্তি না দিলে ভোট বর্জনের হুঁশিয়ারি হিন্দু মহাজোটের

৩০০ ফুট থেকে ১৪৮ টন বর্জ্য অপসারণ করেছে ডিএনসিসি

দেড় ঘণ্টার চেষ্টায় গুলিস্তানে বাণিজ্যিক ভবনের আগুন নিয়ন্ত্রণে

গুলিস্তানে বাণিজ্যিক ভবনে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৯টি ইউনিট

হাদি হত্যার বিচার দাবিতে শাহবাগ অবরোধ

লঞ্চ দুর্ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: নৌপরিবহন উপদেষ্টা

সখীপুরে নিখোঁজের ৭ ঘণ্টা পর বন থেকে উদ্ধার শিশুটি মারা গেছে