হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জে বাল্কহেডের ধাক্কায় নৌকাডুবির ঘটনায় মামলা, নিখোঁজ ১ 

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে বেপরোয়া বাল্কহেডের ধাক্কায় দুটি নৌকাডুবির ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলায় আটককৃত বাল্কহেডের ৪ স্টাফকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে প্রেরণ করেছে পুলিশ। 

আজ রোববার সকালে ক্ষতিগ্রস্ত নৌকার মাঝি খোকন বাদী হয়ে এই মামলা দায়ের করেন। এর আগে গতকাল শনিবার রাতেই তাদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সদর নৌ পুলিশ ফাঁড়ির পরিদর্শক মনিরুজ্জামান। 

এদিকে, নৌকা ডুবির ঘটনায় রাহিমা আক্তার (১৭) নামে এক কিশোরী নিখোঁজ থাকার দাবি করেছে তার পরিবার। শনিবার রাত ৯টায় থানায় এসে নিখোঁজের দাবি জানানো হয়। পরিবারের দাবি, রাহিমা তার ভাইকে ডাক্তার দেখানোর জন্য বিকেলে বন্দর থেকে নারায়ণগঞ্জের দিকে যাচ্ছিল। পথিমধ্যে বাল্কহেডের ধাক্কায় তাদের নৌকা ডুবে যায়। তার দুই ভাই সাঁতরে নৌকায় উঠতে পারলেও রাহিমার সন্ধান পায়নি কেউ। 

রাত পর্যন্ত বোনের কোনো খবর না পাওয়ায় থানায় বিষয়টি অবগত করে রাহিমার ভাই। বিষয়টি জানতে পেরে রোববার সকাল থেকে অভিযান তৎপরতা শুরু করে বিআইডব্লিউটিএ এবং ফায়ার সার্ভিসের ডুবুরি দল। তবে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শীতলক্ষ্যা নদীর সম্ভাব্য স্থানে অভিযান চালিয়েও কাউকে উদ্ধার করতে পারেনি তারা। পরে সন্ধ্যায় অভিযান সমাপ্ত ঘোষণা করা হয়। 

এ বিষয়ে নৌ পুলিশ পরিদর্শক মনিরুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, দিনব্যাপী অভিযান চালিয়েও কাউকে পাওয়া যায়নি। রাতের ভেতর যদি তার সন্ধান না পাওয়া যায় তাহলে আগামীকাল আবারও অভিযান চলতে পারে। 

ফাতেমা এবার জাইমা রহমানের ছায়াসঙ্গী!

বাকি আছে ২২ দিন, এর মধ্যে হাদি হত্যার বিচার না হলে সরকার পতনের আন্দোলন: ইনকিলাব মঞ্চ

সাভারে নিজ বাড়িতে ব্যবসায়ীর দুই চোখ ওপড়ানো লাশ

বিটিআরসি ভবনে হামলার মামলায় ৪৫ আসামি কারাগারে

বিটিআরসি ভবনে হামলায় ৫৫ জনের নামে মামলা

হাদি হত্যার বিচার দাবিতে আবারও শাহবাগে ইনকিলাব মঞ্চ

রাজধানীতে বাসা থেকে নারী পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার, স্বামীর দাবি—আত্মহত্যা

ঘন কুয়াশায় শাহজালালে নামতে না পেরে চট্টগ্রাম-কলকাতা-ব্যাংককে গেল ৯ ফ্লাইট

বিটিআরসি ভবনে হামলার ঘটনায় ২৬ জন আটক

হাদি হত্যা: সঞ্জয় ও অস্ত্রসহ গ্রেপ্তার ফয়সালের স্বীকারোক্তিমূলক জবানবন্দি