হোম > সারা দেশ > ঢাকা

বনানীতে ব্যাটারিচালিত রিকশাচালকদের বিক্ষোভ থেকে পথচারীদের লাঠিপেটা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

মোটরসাইকেলে থাকা দুই আরোহীকে লাঠিপেটা করা হয়। ছবি: ভিডিও থেকে নেওয়া

রাজধানীর গুলশান সোসাইটিতে ব্যাটারিচালিত রিকশা ঢুকতে বাধা দেওয়ার কারণে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন রিকশাচালকেরা। এর আগে গুলশান সোসাইটিতে ঢুকতে বাধা দেন সোসাইটির লোকজন।

আজ সোমবার দুপুরের দিকে বনানী ১১ নম্বর রোডে এ ঘটনা ঘটে। এদিকে যাঁরা আন্দোলনের ছবি বা ভিডিও করতে আসেন, বিক্ষোভ থেকে তাঁদের লাঠিপেটা করা হয়। ইতিমধ্যে এই ঘটনার কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

পরে ঘটনাস্থলে পুলিশের পাশাপাশি সেনাবাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়। এদিকে রিকশাচালকেরা রাস্তায় নেমে এলে ওই এলাকায় যানচলাচল বন্ধ হয়ে যায়।

ব্যাটারিচালিত রিকশাচালকদের দাবি, রাজধানীর বিভিন্ন সড়কে রিকশা চালাতে পারলে তাঁদের গুলশান সোসাইটি এলাকায় কেন ঢুকতে দেওয়া হবে না। তাঁরা তাঁদের ইচ্ছামতো সব সোসাইটিতেই রিকশা চালাতে চান।

এদিকে সোসাইটির লোকজনের দাবি, নির্দিষ্ট পোশাকে সোসাইটির নিবন্ধিত রিকশাচালকেরা সোসাইটিতে রিকশা চালালে সেটা সোসাইটির জন্য নিরাপদ। নিরাপত্তাজনিত কারণে তাঁরা বাইরের রিকশাচালকদের সোসাইটিতে ঢুকতে দিতে চান না।

বনানী থানা–পুলিশ সূত্রে জানা যায়, কয়েক দিন আগে গুলশান সোসাইটি ঘোষণা করে, ওই এলাকায় ব্যাটারিচালিত রিকশা চলাচল করতে পারবে না। কিন্তু সোসাইটির এ সিদ্ধান্ত মেনে নেননি রিকশাচালকেরা। তাঁরা গুলশানের বিভিন্ন এলাকায় রিকশা চালিয়ে যাচ্ছেন। আজ সোসাইটির লোকজন গুলশানের শেষ মাথায় ও বনানী এলাকার রাস্তায় ব্যাটারিচালিত রিকশা আটকে দেন। এতে চালকেরা ক্ষুব্ধ হন।

পরে তাঁরা বনানী ১১ নম্বর এলাকায় আন্দোলন শুরু করেন। এ সময় যাঁরা আন্দোলনের ছবি ও ভিডিও তুলতে আসেন, তাঁদের লাঠিপেটা করেন তাঁরা। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা যান।

এ বিষয়ে বনানী থানার পরিদর্শক (অপারেশন) এ কে এম মইনুদ্দিন বলেন, ‘গুলশান সোসাইটির লোকজন তাদের নিবন্ধিত রিকশা ছাড়া বাইরের রিকশা সোসাইটিতে ঢুকতে দিচ্ছিল না। এরপরে সোসাইটির বাইরের রিকশাচালকেরা বনানী ১১ নম্বর রোডের মাথায় ব্রিজের ওখানে সকাল থেকে অবস্থান করে। এখানে তাদের কিছু লোক অবস্থান করে বিক্ষোভ করছে। তবে পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে রয়েছে।’

ঢাকা-৭ আসন: নিরাপত্তা নিয়ে শঙ্কায় ভোটার

ঋণের জামিনদার হওয়াই কাল, মা-মেয়েকে হত্যার পর লাশের সঙ্গেই ঘুমাতেন দুই বোন

এক সপ্তাহের মধ্যে ‘হাদি সমাবেশে’র ঘোষণা ইনকিলাব মঞ্চের

উত্তরায় অগ্নিকাণ্ড: বাড়ির ছাদ ছিল তালাবদ্ধ, ধোঁয়ায় দম বন্ধ হয়ে প্রাণ যায় ৬ জনের

রাজধানীর উত্তরায় সাততলা ভবনে আগুন: একই পরিবারের ৩ জনসহ নিহত বেড়ে ৬

ঢাকা-৪ আসন: প্রার্থীদের প্রতিশ্রুতির জোয়ার

ঢাকার সাত কলেজ: দিনভর চরম দুর্ভোগ হাজারো মানুষের

কেরানীগঞ্জে শিক্ষিকার বাসা থেকে মা-মেয়ের লাশ উদ্ধার, আটক ৪

সাবেক ‘চিফ হিট অফিসার’ বুশরা আফরিনকে দুদকে জিজ্ঞাসাবাদ

লাইটার জাহাজে রমজানের নিত্যপণ্য মজুত করছেন ব্যবসায়ীরা, অভিযান পরিচালনা করবে সরকার