হোম > সারা দেশ > মুন্সীগঞ্জ

লৌহজংয়ে আগুনে পুড়ে দেবর ও ভাবির মৃত্যু

টঙ্গিবাড়ী (মুন্সীগঞ্জ) প্রতিনিধি

মুন্সিগঞ্জের লৌহজংয়ে বসতবাড়িতে লাগা আগুনে পুড়ে দেবর ও ভাবির মৃত্যু হয়েছে। আজ রোববার উপজেলার বৌলতলী ইউনিয়নের জাঙ্গালিয়া গ্রামে সকাল পৌনে ৮টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। 

মৃতরা হলেন দক্ষিণ চারিগাঁও গ্রামের শুভর স্ত্রী ও জাঙ্গালিয়া গ্রামের নূর ইসলামের মেয়ে নাসরিন (২৩) ও দেবর দক্ষিণ চারিগাঁও গ্রামের ইউনুস শেখের পুত্র ইমরান শেখ (২৫)। 

এ তথ্য নিশ্চিত করেন উপজেলা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আব্দুল মতিন। 

আব্দুল মতিন বলেন, সকালে স্থানীয়দের মাধ্যমে অগ্নিকাণ্ডের খবর পাই। নূর ইসলাম খানের বাড়িটি বিলের মধ্যে, নৌকা দিয়ে তাঁর বাসায় যেতে হয়। পরে উদ্ধার তৎপরতা চালাই। এ ঘটনায় নাসরিন ও ইমরান শেখ দুজন ঘটনাস্থলে মারা যান। টিনের দোচালা ঘর পুড়ে যায়। এতে প্রায় ২-৩ লাখ টাকার ক্ষতি হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত। 

মৃত নাসরিনের বাবা নূর ইসলাম খান বলেন, ‘আমার মেয়ে, জামাই শুভ ও দেবর ইমরান বেশ কিছুদিন আগে বেড়াতে আসে। আজ সকালে শুভ তার ব্যবসার কাজে ঢাকায় যায়। মেয়ে ও তার দেবর বাসায় ছিল। হঠাৎ সকাল সাড়ে ৮টার দিকে ঘরে আগুন লেগে যায়। প্রাথমিকভাবে পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে না পেরে ফায়ার সার্ভিসকে কল করি। ফায়ার সার্ভিস আসার আগেই ঘরসহ আমার মেয়ে ও তার দেবর পুড়ে মারা যায়।’ 

উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আব্দুল আউয়াল বলেন, ‘আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। নিহত পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষে থেকে ২৫ হাজার টাকা করে ৫০ হাজার টাকা আর্থিক সহযোগিতা করা হয়েছে। একই সঙ্গে পুড়ে যাওয়া ঘর পুনর্বাসনের জন্য আর্থিকভাবে সহযোগিতা করা হবে।

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়

‎হাদি হত্যার বিচার দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের নতুন কমিটি

প্রথম আলোর কার্যালয়ের সামনে কর্মীদের মানববন্ধন

হাদির হত্যাকাণ্ডকে ‘ব্যবহার করে’ উচ্ছৃঙ্খলতার নিন্দা গণতান্ত্রিক সংস্কার জোটের

প্রথম আলো ও ডেইলি স্টারের ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন আইজিপির

সিঙ্গাপুর থেকে ওসমান হাদির মরদেহ নিয়ে ঢাকার পথে বিমান বিজি ৫৮৫