হোম > সারা দেশ > ঢাকা

সম্রাটের মামলায় ১৯ বারের মতো পেছাল অভিযোগ গঠনের শুনানি 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের মামলায় ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পিছিয়ে আগামী ২ জুলাই দিন ধার্য করা হয়েছে। আজ রোববার ঢাকার বিশেষ জজ আদালত ৬-এর ভারপ্রাপ্ত বিচারক ইকবাল হোসেন এই তারিখ ধার্য করেন।

আজ অভিযোগ গঠনের জন্য দিন ধার্য ছিল। কিন্তু অসুস্থতার কারণে সম্রাট আদালতে হাজির হতে পারেননি বিধায় তাঁর পক্ষে আইনজীবী আফরোজা শাহনাজ পারভীন হীরা অভিযোগ গঠনের শুনানির জন্য সময়ের আবেদন করেন। আদালত সময় মঞ্জুর করে পরবর্তী তারিখ ধার্য করেন। অ্যাডভোকেট আফরোজা শাহানাজ পারভীন হীরা বিষয়টি নিশ্চিত করেন। 

এ নিয়ে ১৯ বারের মতো অভিযোগ গঠন বিষয়ে শুনানি পিছিয়ে দেওয়া হলো। ২০২২ সালের ২১ জুন, ৬ জুলাই, ১১ আগস্ট, ২২ আগস্ট, ১৯ সেপ্টেম্বর, ২০ অক্টোবর, ৮ নভেম্বর, ১১ ডিসেম্বর, গত বছরের ৩০ জানুয়ারি, ১ মার্চ, ৯ এপ্রিল, ১৫ মে, ১৫ জুন, ১ জুলাই, ৬ জুলাই, ২৮ আগস্ট, ২ অক্টোবর, এ বছরের ১৫ জানুয়ারি ও ৫ মার্চ অভিযোগ গঠন বিষয়ে শুনানি হয়নি। 

২০১৯ সালের ১২ নভেম্বর দুদকের উপপরিচালক মো. জাহাঙ্গীর আলম ২ কোটি ৯৪ লাখ ৮০ হাজার ৮৭ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সম্রাটের বিরুদ্ধে মামলা করেন। মামলাটি তদন্ত করে ২০২১ সালের ২৬ নভেম্বর সম্রাটের বিরুদ্ধে চার্জশিট দাখিল করে দুদক। 

সম্রাট গ্রেপ্তার হওয়ার পর জামিন দেওয়া হলে হাইকোর্টের নির্দেশে জামিন বাতিল হয়। পরে ২০২২ সালের ২২ আগস্ট সম্রাটকে গুরুতর অসুস্থ বিবেচনায় পাসপোর্ট জমা দেওয়ার শর্তে জামিন দেন আদালত। সেই দিন থেকে তিনি জামিনে আছেন।

ডাকসুর কনসার্টে বিনা মূল্যে সিগারেট বিতরণ ও ‘ইউরেনিয়াম’ স্লোগান নিয়ে সরগরম সোশ্যাল মিডিয়া

তালাকপ্রাপ্ত স্ত্রীকে চাপাতি দিয়ে কুপিয়ে জখম, ফোনে আবার হত্যার হুমকি

রাজধানীর গুলশানে ঘর থেকে তরুণীর গলাকাটা মরদেহ উদ্ধার

নীতিসহায়তা না পেলে ওষুধে স্বয়ংসম্পূর্ণতা ঝুঁকিতে পড়বে

কেরানীগঞ্জে রাতের আঁধারে মাটি লুট, গ্রেপ্তার ১

মৌখিক পরীক্ষার দেড় মাস পরও ফল প্রকাশ হয়নি, হতাশায় পরীক্ষার্থীরা

উত্তরায় মাইক্রোবাসে এসে প্রাডো গাড়িসহ এক ব্যক্তিকে অপহরণ, নিরাপত্তাকর্মীর অস্ত্র লুট

সাংবাদিকতার স্বাধীনতা ও নিরাপত্তায় ঐক্যের ডাক

আরিচা ঘাটে অসুস্থ হয়ে যুগ্ম সচিবের মৃত্যু

উত্তরায় আগুনে ৬ জনের মৃত্যু: ফায়ার সার্ভিসের তদন্ত কমিটি গঠন