হোম > সারা দেশ > ফরিদপুর

ভাঙ্গায় গণপিটুনিতে হত্যা: পুলিশের মামলায় অজ্ঞাত আসামি ৩০–৪০ 

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরের ভাঙ্গায় চুরি করতে গিয়ে গণপিটুনিতে ইসরাফিল শেখ (৪০) নামে এক ব্যক্তি হত্যার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। আজ শুক্রবার ভাঙ্গা থানায় পুলিশ বাদী হয়ে এ মামলা দায়ের করে। 

মামলায় ৩০-৪০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ভাঙ্গা থানার ওসি মো. মামুনুর রশিদ। 

এর আগে, গত বুধবার দিবাগত রাত ৩টার দিকে ভাঙ্গা উপজেলার নাছিরাবাদ ইউনিয়নের ভদ্রকান্দা এলাকায় জাকির মোল্লা নামের এক ব্যক্তির বাড়িতে চুরির অভিযোগে গণপিটুনিতে নিহত হন ইসরাফিল শেখ। তিনি উপজেলার কাউলীবেড়া ইউনিয়নের খাটরা গ্রামের হাফিজ শেখের ছেলে। 

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বুধবার দিবাগত রাত ৩টার দিকে মসজিদের ইমাম জাকির মোল্লার এক তালাবদ্ধ ঘরের তালা ভেঙে চুরির চেষ্টা করছিলেন ইসরাফিল। পাশের রুমে ঘুমিয়ে থাকা জাকির মোল্লা বিষয়টি টের পেয়ে মোবাইল ফোনে আশপাশের লোকজনকে খবর দেয় এবং পাশে মসজিদে গিয়ে বিষয়টি মাইকে ঘোষণা দেন। পরে গ্রামবাসী জড়ো হয়ে ইসরাফিলকে গণপিটুনি দিলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। 

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মামুনুর রশিদ বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আজ ভাঙ্গা থানায় অজ্ঞাতনামা আসামি করে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলায় র‍্যাকের নিন্দা

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়

‎হাদি হত্যার বিচার দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের নতুন কমিটি

প্রথম আলোর কার্যালয়ের সামনে কর্মীদের মানববন্ধন

হাদির হত্যাকাণ্ডকে ‘ব্যবহার করে’ উচ্ছৃঙ্খলতার নিন্দা গণতান্ত্রিক সংস্কার জোটের

প্রথম আলো ও ডেইলি স্টারের ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন আইজিপির