হোম > সারা দেশ > গাজীপুর

গাজীপুরে রেল লাইন বেঁকে ট্রেন চলাচল বন্ধ, ১ ঘণ্টা পর স্বাভাবিক

গাজীপুর প্রতিনিধি

তীব্র তাপপ্রবাহে গাজীপুরের পুবাইল এলাকায় আজ মঙ্গলবার দুপুরে রেললাইন বেঁকে ঢাকা-চট্টগ্রাম রুটে এক ঘণ্টা বন্ধ ছিল ট্রেন চলাচল। মেরামতের পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়। এ সময় সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী কালনী এক্সপ্রেস ট্রেন আড়িখোলা স্টেশনে যাত্রা বিরতি নেয়। 

গাজীপুরের পুবাইল রেল স্টেশনের স্টেশন মাস্টার মো. আব্দুর রহমান আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন। 

স্টেশন মাস্টার আব্দুর রহমান বলেন, প্রচণ্ড তাপপ্রবাহের কারণে মঙ্গলবার দুপুর ১২টার দিকে ঢাকা-চট্টগ্রাম রুটের পুবাইলের ৩৮৪ / ৪৪ এলাকায় রেললাইন বেঁকে যায়। বিষয়টি তাৎক্ষণিক রেললাইনের নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মীরা জানান। এ সময় ঝুঁকি এড়াতে ট্রেন চলাচল সাময়িক বন্ধ করা হয়। সিলেট থেকে ছেড়ে আসা কালনী এক্সপ্রেস ট্রেনটি আড়িখোলা স্টেশনে যাত্রা বিরতিতে থাকে। ঢাকা রেল প্রকৌশল বিভাগে জানানো হলে সেখানকার প্রকৌশলীরা ঘটনাস্থলে গিয়ে রেললাইন ঠিক করে দিলে দুপুর ১টার দিকে পুনরায় ট্রেন চলাচল শুরু হয়। 

গাজীপুর মহানগরীর টঙ্গী স্টেশনের স্টেশন মাস্টার রাকিবুর রহমান বলেন, গরমে রেললাইন বাঁকা হওয়ার কারণে ঢাকা-চট্টগ্রাম রেল রুটে সাময়িক ট্রেন চলাচল বন্ধ থাকে। পরে রেল লাইন ঠিক করা হলে পুনরায় ট্রেন চলাচল শুরু হয়েছে।

ডেইলি স্টারে হামলার ঘটনায় গ্রেপ্তার আরও ১

ঢাকা মেডিকেলে ফেলে যাওয়া তরুণীর মরদেহ শনাক্ত, পরিবারের অভিযোগ হত্যা

পাখিও তো গান গায়, পাখির নীড় ভাঙবে কবে—সংস্কৃতিকর্মীর জিজ্ঞাসা

হাদি হত্যা মামলা: ফয়সালদের ৮ ব্যাংক হিসাব অবরুদ্ধ

সংস্কৃতির ওপর আঘাত মানে নতুন বাংলাদেশের আকাঙ্ক্ষাকে ব্যাহত করা

প্রথম আলো-ডেইলি স্টারে হামলার মামলায় ১১ জন কারাগারে

টাঙ্গাইলে ৫ ইটভাটায় অভিযান, ২৯ লাখ টাকা জরিমানা

হাদি হত্যার বিচার না হওয়া পর্যন্ত সংগ্রাম চলবে—ইনকিলাব মঞ্চের ‘শহীদি শপথ’

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ৩ ইউনিটের ফলাফল প্রকাশ

চকবাজার থেকে নবজাতকের লাশ উদ্ধার