হোম > সারা দেশ > ঢাকা

কোটাবিরোধী আন্দোলন: পুলিশের বাধার মুখে তাঁতীবাজারে জবি শিক্ষার্থীদের অবস্থান

জবি সংবাদদাতা 

সরকারি চাকরিতে কোটা নিয়ে ২০১৮ সালের পরিপত্র পুনর্বহালের দাবিতে পঞ্চম দিনের মতো তাঁতীবাজার রোড বন্ধ করে আন্দোলন করছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা। আজ শনিবার বেলা ৩টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থী গুলিস্তানমুখী একটি বিক্ষোভ মিছিল বের করেন। 

পরবর্তীকালে মিছিলটি রায়সাহেব বাজার মোড়ে এলে পুলিশের বাধার মুখে পড়ে। পুলিশ রায়সাহেব বাজার মোড় পর্যন্ত অবস্থান করতে বললে এ সময় শিক্ষার্থীরা তাঁতীবাজার মোড় পর্যন্ত গিয়ে অবস্থান করার কথা জানায়। পরে পুলিশের অনুমতিতে মিছিলটি তাঁতীবাজার মোড়ে গিয়ে অবস্থান নেয়। এ সময় শিক্ষার্থীরা যাতে গুলিস্তান না যেতে পারে সে জন্য পুলিশ ব্যারিকেড দেয়। 

আন্দোলনের সমন্বয়ক জসিম উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা পুলিশকে বলেছিলাম আমাদের মিছিলটি গুলিস্তান পর্যন্ত গিয়ে ঘুরে চলে আসবে। কিন্তু তারা অনুমতি দেয়নি। পুলিশ আমাদের তাঁতীবাজার পর্যন্ত থাকার অনুমতি দিয়েছে। আমরা এখন এখানে বসেই আমাদের আন্দোলন চালিয়ে যাব।’

কোটা বাতিলের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের চারটি দাবি হলো, ২০১৮ সালে ঘোষিত সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিল ও মেধাভিত্তিক নিয়োগের পরিপত্র বহাল রাখতে হবে। ‘১৮-এর পরিপত্র বহাল সাপেক্ষে কমিশন গঠন করে দ্রুত সময়ের মধ্যে সরকারি চাকরিতে (সব গ্রেডে) অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটা বাদ দিতে হবে এবং কোটাকে ন্যূনতম পর্যায়ে নিয়ে আসতে হবে। সে ক্ষেত্রে সংবিধান অনুযায়ী কেবল অনগ্রসর জনগোষ্ঠীর কথা বিবেচনা করা যেতে পারে।

সরকারি চাকরির নিয়োগ পরীক্ষায় কোটা সুবিধা একাধিকবার ব্যবহার করা যাবে না এবং কোটায় যোগ্য প্রার্থী না পাওয়া গেলে শূন্য পদগুলোতে মেধা অনুযায়ী নিয়োগ দিতে হবে। দুর্নীতিমুক্ত, নিরপেক্ষ ও মেধাভিত্তিক আমলাতন্ত্র নিশ্চিত করতে কার্যকর ব্যবস্থা নিতে হবে।

বনানীতে কর্কশিট ও হার্ডবোর্ডের গোডাউনে আগুন

বিপিসি চেয়ারম্যান ওএসডি, আলোচনায় জ্বালানি খাতে দুর্নীতি

রাজধানীর উত্তরায় বাসে আগুন

সাভারে গ্রেপ্তার ২৩ পোশাকশ্রমিককে কারাগারে প্রেরণ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল ফের পিছিয়ে ৩ ফেব্রুয়ারি

সাভারে পোশাক কারখানায় ভাঙচুরের মামলায় গ্রেপ্তার ২৩

এনবিআরের তারেকের দেশত্যাগে নিষেধাজ্ঞা, সম্পদ ক্রোক ও ব্যাংক হিসাব অবরুদ্ধ

রাজধানীর কদমতলীতে গৃহবধূর মরদেহ উদ্ধার, পরিবারের অভিযোগ হত্যার

পল্লবীতে মুদিদোকানিকে গুলি, খিলক্ষেতে নির্মাণশ্রমিককে ছুরিকাঘাত

উত্তরায় ফার্নিচার মার্কেটে আগুন, ৬ দোকান পুড়ে ছাই