হোম > সারা দেশ > কিশোরগঞ্জ

হোসেনপুরে সড়ক দুর্ঘটনায় ২ যাত্রী নিহত

প্রতিনিধি, হোসেনপুর (কিশোরগঞ্জ) 

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় বালু পরিবহনের কাজে নিয়োজিত ড্রাম ট্রাকের চাপায় ইয়াছিন হুরি (৫৫) ও আলমগীর হোসেন (১৮) নামে দুজন যাত্রী নিহত হয়েছে। গতকাল রোববার রাতে কিশোরগঞ্জ-হোসেনপুর সড়কের উপজেলার রামপুর বাজারের কাছে পেট্রল পাম্প এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 
 
নিহত ইয়াছিন হুরি (৫৫) উপজেলার পুমদী ইউনিয়নের উত্তর চরপুমদী এলাকার মৃত আব্দুর রহমানের ছেলে ও আলমগীর হোসেন (১৮) একই ইউনিয়নের বর্শিকুড়া গ্রামের কাছুম আলীর ছেলে। 

স্থানীয় সূত্রে জান যায়, রোববার রাতে হোসেনপুর থেকে ব্যাটারি চালিত অটোরিকশার করে ৫ / ৬ জন যাত্রী চরপুমদী বাজারের দিকে যাচ্ছিল। কিশোরগঞ্জ-হোসেনপুর সড়কের রামপুর বাজারের অদূরে পেট্রল পাম্প এলাকায় একটি ড্রাম ট্রাক অটোরিকশাটিকে চাপা দেয়। এতে অটোরিকশার চালকসহ ৫ জন যাত্রী গুরুতর আহত হন। তাঁদের উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ইয়াছিন ও আলমগীরকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। রাতে ময়মনসিংহ নেওয়ার পথে ইয়াছিন ও আলমগীরের মৃত্যু হয়। 
 
হোসেনপুর থানার অফিসার ইনচার্জ শেখ মোহাম্মদ মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান নিয়োগ হবে পরীক্ষায়

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট