হোম > সারা দেশ > ঢাকা

ফরিদপুরে বিএনপির সমাবেশ শুরু ১১টায়, বাড়ছে নেতা-কর্মীদের ভিড়  

রাজবাড়ী প্রতিনিধি

বিএনপির বিভাগীয় গণসমাবেশ আজ শনিবার বেলা ১১টায় ফরিদপুরে শুরু হবে। ভোর থেকেই দলের নেতা-কর্মীরা স্লোগান দিতে দিতে সমাবেশস্থলে উপস্থিত হচ্ছেন। গত বৃহস্পতিবার বিকেল থেকেই জেলার কোমরপুর আব্দুল আজিজ ইনস্টিটিউট মাঠে বিভিন্ন জেলার নেতা-কর্মীরা উপস্থিত হতে থাকেন। তবে গতকাল শুক্রবার ভোর থেকে ধর্মঘটের কারণে বাস চলাচল বন্ধ থাকায় পথে ভোগান্তির শিকার হয়েছেন বলে দাবি করেছেন দলটির নেতা-কর্মীরা।

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, লোডশেডিং, দুর্নীতি-দুঃশাসন, লুটপাট, মামলা-হামলা, গুম, হত্যা, ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠা এবং খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে বিএনপি ১০টি সাংগঠনিক বিভাগে সমাবেশের কর্মসূচি পালন করছে।

গণসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, বিএনপির ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার শাহজাহান ওমর। সমাবেশে সভাপতিত্ব করবেন ফরিদপুর মহানগর বিএনপির আহ্বায়ক এ এফ এম কাইয়ুম জঙ্গি।

সরেজমিনে দেখা যায়, জেলা শহর থেকে ছয় কিলোমিটার দূরে আব্দুল আজিজ ইনস্টিটিউট মাঠে সমাবেশস্থলে বিএনপির নেতা-কর্মীদের ঢল নেমেছে। সময় যত গড়াচ্ছে, উপস্থিতি তত বাড়ছে। সমাবেশস্থলের প্রবেশপথ দিয়ে একের পর এক মিছিল ঢুকছে। ব্যানার-ফেস্টুন ও দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও তারেক জিয়ার ছবিসহ স্থানীয় নেতাদের ছবি সংবলিত প্ল্যাকার্ড নিয়ে মিছিলে আসছেন তাঁরা। স্লোগানে স্লোগানে মুখরিত সমাবেশস্থল।

রাজবাড়ী জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমান বলেন, ‘সমাবেশ সফল করতে আমরা বৃহস্পতিবার থেকে মাঠে অবস্থান করছি। মাঠেই মাদুর পেতে ঘুমিয়েছি। ধর্মঘটের কারণে নেতা-কর্মীরা অটোরিকশা, ভ‍্যান ও পায়ে হেঁটে সভাস্থলে আসছেন।’

মাদারীপুর থেকে আসা গাফ্ফার মোল্লা বলেন, ‘শুক্রবার বিকেলে এসেছি। সঙ্গে একটি মাদুর আর বালিশ নিয়ে এসেছি। মাঠেই মাদুর পেতে ঘুমিয়েছি। সমাবেশ ঠেকাতে এই সরকার ধর্মঘটের ডাক দিয়েছে। সব বাধা উপেক্ষা করে আমরা সমাবেশে এসেছি।’ রাজবাড়ীর পাংশা থেকে এসেছেন মোস্তফা। তিনি বলেন, ‘ভোর ৪টার সময় অটোরিকশায় করে রাজবাড়ীতে এসেছি। সেখান থেকে আবার অটোরিকশায় রাজবাড়ী জেলার শেষ প্রান্তে পৌঁছে হেঁটে হেঁটে সমাবেশে এসেছি।’

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন