নাগরপুর (টাঙ্গাইল): টাঙ্গাইলের নাগরপুর উপজেলার পৃথক দুটি স্থানে বজ্রপাতে দুজনের প্রাণহানি হয়েছে। গতকাল রোববার বিকেলে উপজেলার ভাদ্রা ও বেকড়া ইউনিয়নে পৃথক দুটি স্থানে এ ঘটনা ঘটে।
বজ্রপাতে মৃতরা হলেন-উপজেলার ভাদ্রা ইউনিয়নের গাংবিহালী গ্রামের মো. বক্তার খানের ছেলে আলমাস খান (৫৫) এবং বেকড়া ইউনিয়নের বেকড়া মধ্য পাড়া গ্রামের মৃত পলান মিয়ার ছেলে সোনা মিয়া (৫৩)।
স্থানীয়রা জানান, আলমাছ খান বিকেলে গাংবিহালী চক থেকে ধান কাঁটা শেষে বাড়ি ফেরার পথে বজ্রপাতে মারা যান। অপর দিকে সোনা মিয়া বিকেলে তাঁর নিজ বাড়ির উঠানে বজ্রপাতে মারা যান।
নাগরপুর থানার ওসি (তদন্ত) বাহালুল খান বাহার ঘটনার সত্যতা নিশ্চিত করেন।