হোম > সারা দেশ > টাঙ্গাইল

গোপালপুরে বখাটেদের হামলায় ৩ শিক্ষক আহত, গ্রেপ্তার ২ 

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

টাঙ্গাইলের গোপালপুরে ক্লাস চলাকালীন সময় বিদ্যালয়ের ভেতর স্থানীয় বখাটেদের হামলায় প্রধান শিক্ষক তিনজন আহত হয়েছেন। এ ঘটনায় মামলার পর দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে তাঁদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। 

এর আগে গতকাল সোমবার দুপুরে উপজেলার নগদাশিমলা ইউনিয়নের জামতৈল মেহেরুন্নেসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় আহতরা হলেন, ওই স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুল বারীসহ (৪৮), সহকারী শিক্ষক সোলায়মান হোসেন ও শাহনাজ পারভীন। 

জানা যায়, স্থানীয় বখাটে হৃদয় ও রাব্বী বহিরাগতদের নিয়ে ক্লাস চলাকালীন সময় বিদ্যালয়ের মাঠে ঝগড়া শুরু করেন। এ সময় সহকারী শিক্ষক সোলায়মান ও শাহনাজ পারভীন তাঁদের কাছে গিয়ে ঝগড়া করতে নিষেধ ও বিদ্যালয় ত্যাগ করতে বলেন। এতে বখাটেরা ক্ষিপ্ত হয়ে শিক্ষকদের ওপর অতর্কিত হামলা চালান। এ সময় প্রধান শিক্ষক এসে বাধা দিলে বখাটেরা তাঁকেও বেধড়ক প্রহার করে মোবাইল ছিনিয়ে নেন। অন্য শিক্ষকেরা ঘটনাস্থলে ছুটে এলে বখাটেরা হত্যার হুমকি দিয়ে চলে যান। পরে স্থানীয়দের সহযোগিতায় আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেওয়া হয়। 

হামলার ঘটনার পর ওই দিন বিকেলে প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুল বারী (৪৮) বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। এ মামলায় আসামির হলেন, জামতৈল এলাকার মো. আ. মজিদের ছেলে হৃদয় (১৯) ও মো. মিজানুর রহমানের ছেলে রাব্বী (২০)। এ ছাড়া এ মামলায় বহিরাগত আরও ২ / ৩ জনকে আসামি করা হয়। 

এদিকে এলাকাবাসী এই ন্যক্কারজনক হামলার সুষ্ঠু বিচার দাবির পাশাপাশি বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান। 

এ বিষয়ে গোপালপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশারফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অভিযোগ পাওয়া মাত্র দুই বখাটেকে গ্রেপ্তার করা হয়। আজ সকালে তাঁদের জেল হাজতে পাঠানো হয়েছে। 

শতাধিক গুম-হত্যার মামলা: জিয়াউল আহসানের বিরুদ্ধে অভিযোগ গঠন

কেরানীগঞ্জে ভোরবেলা ডকইয়ার্ডে নিরাপত্তাকর্মী খুন

রাজধানীর যাত্রাবাড়ীতে কাভার্ড ভ্যানের চাপায় রিকশাচালকের মৃত্যু

রাজধানীর ফার্মগেট-টেকনিক্যালসহ গুরুত্বপূর্ণ সড়কগুলোতে শিক্ষার্থীদের অবরোধ, যান চলাচল বন্ধ

রেকর্ড ৩ হাজার নবীন বিজিবি সদস্য শপথ নিচ্ছেন আজ

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু