হোম > সারা দেশ > ঢাকা

আ.লীগ পার্টি অফিসের সামনে ককটেল বিস্ফোরণ, আহত ১ 

ঢামেক প্রতিনিধি ও নিজস্ব প্রতিবেদক, ঢাকা 

রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউ-এ আওয়ামী লীগ পার্টি অফিসের পাশের রাস্তায় ককটেল বিস্ফোরণে রিয়াদুল রশিদ (৪০) নামে এক ব্যক্তি আহত হয়েছে। তিনি পল্টন থানা ১৩ নম্বর ওয়ার্ড যুবলীগের সদস্য বলে দাবি করেন। 

রোববার রাত সাড়ে ৯টার দিকে আওয়ামী লীগ অফিসের পাশে সোনালী ব্যাংক এর সংলগ্ন সড়কে একটা ককটেল বিস্ফোরনে আহত হন তিনি। 

আহত রিয়াদুল নিজেই জানান, তিনি পল্টন থানা ১৩ নম্বর ওয়ার্ডের যুবলীগের সদস্য। ঘটনার সময় তিনি আওয়ামী লীগ পার্টি অফিসের পাশে সোনালী ব্যাংক সামনের রাস্তার মেইন রাস্তায় যাচ্ছিলেন। হঠাৎ একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে তার হাতে ও পায়ে আঘাত লাগে। পরে তার পরিচিতরা তাকে ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে আসে। 

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির সহকারী ইনচার্জ (এএসআই) মো. মাসুদ মিয়া জানান, পল্টন এলাকা থেকে ককটেল বিস্ফোরনে এক ব্যক্তি আহত হয়ে হাসপাতালে এসেছিল। তার হাতে ও পায়ে আঘাত আছে। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। 

এদিকে র‍্যাব সদরদপ্তর থেকে জানিয়েছে, ককটেল বিস্ফোরনের ঘটনায় ঘটনাস্থলে যাচ্ছে র‍্যাবের বোম্ব ডিস্পোজাল ইউনিট ও ডগ স্কোয়াড টিম।

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা