হোম > সারা দেশ > ঢাকা

আ.লীগ পার্টি অফিসের সামনে ককটেল বিস্ফোরণ, আহত ১ 

ঢামেক প্রতিনিধি ও নিজস্ব প্রতিবেদক, ঢাকা 

রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউ-এ আওয়ামী লীগ পার্টি অফিসের পাশের রাস্তায় ককটেল বিস্ফোরণে রিয়াদুল রশিদ (৪০) নামে এক ব্যক্তি আহত হয়েছে। তিনি পল্টন থানা ১৩ নম্বর ওয়ার্ড যুবলীগের সদস্য বলে দাবি করেন। 

রোববার রাত সাড়ে ৯টার দিকে আওয়ামী লীগ অফিসের পাশে সোনালী ব্যাংক এর সংলগ্ন সড়কে একটা ককটেল বিস্ফোরনে আহত হন তিনি। 

আহত রিয়াদুল নিজেই জানান, তিনি পল্টন থানা ১৩ নম্বর ওয়ার্ডের যুবলীগের সদস্য। ঘটনার সময় তিনি আওয়ামী লীগ পার্টি অফিসের পাশে সোনালী ব্যাংক সামনের রাস্তার মেইন রাস্তায় যাচ্ছিলেন। হঠাৎ একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে তার হাতে ও পায়ে আঘাত লাগে। পরে তার পরিচিতরা তাকে ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে আসে। 

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির সহকারী ইনচার্জ (এএসআই) মো. মাসুদ মিয়া জানান, পল্টন এলাকা থেকে ককটেল বিস্ফোরনে এক ব্যক্তি আহত হয়ে হাসপাতালে এসেছিল। তার হাতে ও পায়ে আঘাত আছে। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। 

এদিকে র‍্যাব সদরদপ্তর থেকে জানিয়েছে, ককটেল বিস্ফোরনের ঘটনায় ঘটনাস্থলে যাচ্ছে র‍্যাবের বোম্ব ডিস্পোজাল ইউনিট ও ডগ স্কোয়াড টিম।

ধানমন্ডিতে ককটেল বিস্ফোরণ

ঋণমুক্তির স্বপ্ন নিয়ে ঢাকায় এসেছিলেন সিয়াম, নিভে গেলেন হাতবোমায়

হাদি হত্যা: আদালতে ঘটনার যে বর্ণনা দিলেন প্রত্যক্ষদর্শী সেই রিকশাচালক

নারায়ণগঞ্জে কোটি টাকা মূল্যের নকল স্ট্যাম্প জব্দ, আটক ২

ফরিদপুর জিলা স্কুলের ১৮৫ বছর পূর্তি, জমকালো আয়োজনে নবীন-প্রবীণের মিলনমেলা

ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে তীব্র যানজট

গজারিয়ায় পুলিশের টহল গাড়িতে কাভার্ড ভ্যানের ধাক্কা, সার্জেন্টসহ আহত দুই

রাজবাড়ীতে চাঁদাবাজির সময় গণপিটুনিতে সম্রাট বাহিনীর প্রধান নিহত

সুজনের গোলটেবিলে পর্যবেক্ষণ: ভোটের খরচ না কমলে দুর্নীতিও কমবে না

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার যানজট