হোম > সারা দেশ > ফরিদপুর

অসহায়দের টানে ফরিদপুরে জাপানি ব্যবসায়ী তামিকো

ফরিদপুর প্রতিনিধি

অসহায়দের টাকা, চাল, ডাল ও তেল বিতরণ করেন। ছবি: আজকের পত্রিকা

দীর্ঘ দেড় বছর পর আবারও ফরিদপুরে অসহায় মানুষের পাশে দাঁড়াতে ছুটে এলেন জাপানি ব্যবসায়ী তামিকো মিজোয়ই। স্থানীয় দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের প্রতি তাঁর ভালোবাসা এবং সহমর্মিতার নজির আগেও দেখা গেছে। এবারও তিনি নিজ হাতে টাকা, চাল, ডাল ও তেল বিতরণ করেন।

আজ বুধবার বেলা ১১টার দিকে ফরিদপুর জেলা সদরের কানাইপুর ইউনিয়নের পুরদিয়া আনসার আলী মিয়া দাখিল মাদ্রাসা মাঠে অকো-টেক্স গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান সাজিদ-সোবহান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে বয়স্ক ও বিধবা ত্রৈমাসিক ভাতা বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি উপস্থিত ছিলেন জাপানিজ সাপোর্ট সিস্টেম কো-অপারেটিভের কর্ণধার মিস তামিকো মিজোয়ই। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অকো-টেক্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার আব্দুস সোবহান।

জেলা সদরের কানাইপুর, কৈজুরী, কৃষ্ণনগর, চাঁদপুর এবং সালথা উপজেলার আটঘর ও গট্টি ইউনিয়নের মোট ৩১২ জন উপকারভোগীর মধ্যে ৫০০ টাকা, ২৫ কেজি চাল, ২ কেজি তেল ও ২ কেজি ডাল বিতরণ করা হয়।

বিতরণকালে মঞ্চ থেকে নেমে উপকারভোগীদের মধ্যে ছুটে যান তামিকো মিজোয়ই। তিনি নিজ হাতে তাঁদের মধ্যে সহায়তা তুলে দেন। অনেকে স্নেহভরে তাঁর মাথায় হাত বুলিয়ে দেন। অসহায় মানুষের স্নেহ-ভালোবাসায় তিনি আপ্লুত হয়ে পড়েন।

অনুষ্ঠানে তামিকো মিজোয়ই বলেন, ইঞ্জিনিয়ার সোবহানের জনসেবামূলক কাজ দেখে অনুপ্রাণিত হয়ে তিনি জাপানে ‘সোবহান একাডেমি’ প্রতিষ্ঠা করেছেন এবং ভবিষ্যতে একসঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেন। তিনি বাংলাদেশে একটি জাপানি স্কুল চালুর অনুরোধ জানান এবং এর মাধ্যমে শিক্ষার্থী ও কর্মী ভিসায় দক্ষ জনশক্তি নেওয়ার পরিকল্পনার কথা জানান। প্রতিবছর বাংলাদেশ থেকে বিপুল কর্মী নেওয়া হবে বলেও উল্লেখ করেন।

এ সময় ইঞ্জিনিয়ার আব্দুস সোবহান বলেন, ‘জাপান ও সিঙ্গাপুরের মতো দেশগুলো কম জমি নিয়ে উন্নত হতে পারলে আমরা কেন পারব না? যাঁরা ভবিষ্যতে দেশ পরিচালনা করবেন, তাঁদের কাছে জনগণের ভাগ্যোন্নয়নের রাজনীতি দেখতে চাই। এত দিন ধরে জনগণকে বঞ্চিত করার রাজনীতি চলছিল, আমরা এর পরিবর্তন চাই।’

আব্দুস সোবহান আরও বলেন, ‘রমজানে রোজা রাখার মাধ্যমে অহংকার, হিংসা, লোভ-লালসা পরিহার করা উচিত। আমাদের মনে সৃষ্টির সেবা করার মানসিকতা থাকতে হবে।’

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন সিঙ্গাপুরের নাগরিক ও আলেয়া অ্যান্ড হাঙ্ক ইন্টারন্যাশনাল পিটিই লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মোস্তফা। এ সময় তাঁর বৃদ্ধা মা জহুরা বেগমসহ অতিথিরা উপস্থিত ছিলেন।

ধানমন্ডিতে ককটেল বিস্ফোরণ

ঋণমুক্তির স্বপ্ন নিয়ে ঢাকায় এসেছিলেন সিয়াম, নিভে গেলেন হাতবোমায়

হাদি হত্যা: আদালতে ঘটনার যে বর্ণনা দিলেন প্রত্যক্ষদর্শী সেই রিকশাচালক

নারায়ণগঞ্জে কোটি টাকা মূল্যের নকল স্ট্যাম্প জব্দ, আটক ২

ফরিদপুর জিলা স্কুলের ১৮৫ বছর পূর্তি, জমকালো আয়োজনে নবীন-প্রবীণের মিলনমেলা

ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে তীব্র যানজট

গজারিয়ায় পুলিশের টহল গাড়িতে কাভার্ড ভ্যানের ধাক্কা, সার্জেন্টসহ আহত দুই

রাজবাড়ীতে চাঁদাবাজির সময় গণপিটুনিতে সম্রাট বাহিনীর প্রধান নিহত

সুজনের গোলটেবিলে পর্যবেক্ষণ: ভোটের খরচ না কমলে দুর্নীতিও কমবে না

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার যানজট