হোম > সারা দেশ > নরসিংদী

নরসিংদীতে করোনা শনাক্ত ১৪ জনের

নরসিংদী প্রতিনিধি

নরসিংদীতে গতকাল সোমবার সকাল ৮ থেকে আজ মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ১৪ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্তের সংখ্যা দাঁড়াল ১৩ হাজার ৩২২ জনে। বর্তমানে জেলায় মোট করোনা রোগীর সংখ্যা ৪৮। এর মধ্যে ৬ জন হাসপাতালে থেকে চিকিৎসা নিচ্ছেন এবং বাকিরা বাড়িতে থেকে চিকিৎসা নিচ্ছেন। আজ সকালে নরসিংদীর সিভিল সার্জন মো. নূরুল ইসলাম এসব তথ্য জানিয়েছেন। 

মো. নূরুল ইসলাম আরও জানান, গত ২৪ ঘণ্টায় মোট ৮৫টি নমুনা পরীক্ষা করা হয়। সব কটি নমুনার র‍্যাপিড অ্যান্টিজেন পরীক্ষায় ১৪ জন করোনায় পজিটিভ শনাক্ত হন। নমুনা পরীক্ষার সংখ্যা বিবেচনায় শনাক্তের হার ১৪ দশমিক ৪৭ নতুন শনাক্তদের সদর উপজেলায় মধ্যে ৬ জন, শিবপুরে ২ জন ও পলাশে ৬ জন রয়েছেন। 

নরসিংদী জেলা থেকে এ পর্যন্ত ৭২ হাজার ৫৭৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে। জেলায় এ পর্যন্ত শনাক্তদের মধ্যে সদর উপজেলায় ৭ হাজার ৩০০ জন, রায়পুরাতে ৬৫৪ জন, বেলাবতে ৮৮২ জন, মনোহরদীতে ৯৪৫ জন, শিবপুরে ১ হাজার ৭১৫ জন, পলাশে ১ হাজার ৮২৬ জন রয়েছেন। 

জেলায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৯৩ জন। এর মধ্যে সদরে ৪২ জন, রায়পুরায় ৯ জন, বেলাবতে ৯ জন, মনোহরদী ১১ জন, শিবপুরে ৯ জন, পলাশে ১৩ জন রয়েছেন।    

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন