হোম > সারা দেশ > গাজীপুর

শ্রীপুরে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

গাজীপুরের শ্রীপুরে ট্রেনে কাটা পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ রোববার সকালে ঢাকা-ময়মনসিংহ রেল সড়কের উপজেলার বরমী ইউনিয়নের মাইজপাড়া গ্রামের কমলা পুকুরপাড় এলাকায় ওই ঘটনা ঘটে। 

নিহত যুবকের নাম শরিফ হোসেন (৩০)। উপজেলার বরমী ইউনিয়নের নিমাইচালা গ্রামের আছর উদ্দিনের ছেলে। 

নিহতের স্বজনদের বরাতে দিয়ে শ্রীপুর রেলওয়ে স্টেশন মাস্টার শামীমা আক্তার জানান, শরীফ হোসেন মানসিক ভারসাম্যহীন ছিলেন। স্থানীয়রা সকালে মাইজপাড়া (কমলা পুকুরপাড়া) এলাকায় ওই যুবকের দেহ থেকে মাথা বিচ্ছিন্ন অবস্থায় দেখতে পায়। খবর পেয়ে নিহতের পরিবারের সদ্যরা এসে লাশ শনাক্ত করে। 

রেলওয়ে স্টেশন মাস্টার আরও জানান, দেহ থেকে ১০০ গজ দূরে ওই যুবকের মাথা পড়েছিল। একটি হাত বিচ্ছিন্ন থাকলেও সেই হাত পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে রাতের কোনো এক সময় রেল লাইন পাড় হতে গিয়ে কোনো ট্রেনর নিচে কাটা পড়ে তার মৃত্যু হয়েছে। 

জয়দেবপুর রেলওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) শহীদুল্লাহ আজকের পত্রিকাকে বলেন, ‘শ্রীপুর স্টেশন মাস্টার শামীমা আক্তারের মাধ্যমে যুবকের খণ্ডিত লাশ পড়ে থাকার খবর পাই। পরে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়।’

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক