হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জে তুহিন হত্যা মামলায় ২ দিনের রিমান্ডে আইভী

নারায়ণগঞ্জ প্রতিনিধি

ফাইল ছবি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রিকশাচালক তুহিন হত্যা মামলায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি সেলিনা হায়াত আইভীকে জিজ্ঞাসাবাদের জন্য দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আজ সোমবার দুপুরে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মাঈনুদ্দিন কাদির পুলিশের আবেদনের ওপর শুনানি শেষে এই আদেশ দেন। পুলিশ তাঁর সাত দিনের রিমান্ড আবেদন করেছিল।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত বছরের ২০ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকায় মাথায় গুলিবিদ্ধ হয়ে রিকশাচালক তুহিন (৩৬) নিহত হন। এ ঘটনায় তাঁর স্ত্রী আলেয়া আক্তার মীম বাদী হয়ে গত ১৩ সেপ্টেম্বর ৯৯ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা করেন। মামলায় সেলিনা হায়াত আইভীকে ১১ নম্বর আসামি করা হয়।

বাদীপক্ষের আইনজীবী আওলাদ হোসেন বলেন, ‘জেলা জজ আদালতে আমরা ফৌজদারি মিস মামলা করলে আদালত আইভীর জামিন আবেদন নামঞ্জুর করেন। হাইকোর্টে জামিন আবেদন অপেক্ষমাণ থাকায় আমরা রিমান্ড শুনানির তারিখ আরও পেছানোর আবেদন করেছিলাম। আদালত সেই আবেদন আমলে নেননি। পরে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত শুনানি শেষে আইভীর দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।’

আদালতের ভারপ্রাপ্ত সরকারি কৌঁসুলি (পিপি) ওমর ফারুক নয়ন আজকের পত্রিকাকে বলেন, ‘তুহিন হত্যা মামলার আসামি আইভীকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ সাত দিনের রিমান্ড আবেদন করেছিল। হাইকোর্টে তাঁর জামিন আবেদন পেন্ডিং থাকায় আসামিপক্ষ নারায়ণগঞ্জের আদালতে রিমান্ড আবেদন শুনানি পেছানোর আবেদন করেছিল। তবে আদালত তা আমলে নেননি। পরে উভয় পক্ষের শুনানি শেষে আদালত আইভীর দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।’

২৪৬৭ জন পরিচ্ছন্নতাকর্মীকে স্বাস্থ্যবিমার আওতায় আনল ডিএনসিসি

শাহবাগে ইনকিলাব মঞ্চের অবরোধ, বন্ধ যান চলাচল

ঋণখেলাপির তালিকায় নাম: চেম্বার আদালতে মান্নার আবেদনের শুনানি সোমবার পর্যন্ত মুলতবি

ঘন কুয়াশায় শাহজালাল বিমানবন্দরে ফ্লাইট বিলম্ব

রাজধানীতে ট্রেনের ধাক্কায় পোশাকশ্রমিকের মৃত্যু

রাতে শাহবাগে কেউ অবস্থান করতে পারবে না: ইনকিলাব মঞ্চ

রাতে শাহবাগে উপস্থিত হয়ে বিক্ষোভকারীদের উদ্দেশে যা বললেন ডিএমপি কমিশনার

‎মোহাম্মদপুরে যুবদল কর্মীকে কুপিয়ে জখম, দুজন আটক

পুরান ঢাকায় বাহাদুর শাহ পার্কের পাশ থেকে অজ্ঞাত লাশ উদ্ধার

প্রথম আলো-ডেইলি স্টারে হামলা মুক্তিযুদ্ধের বাংলাদেশের ওপর আঘাত: ক্র্যাব