হোম > সারা দেশ > ফরিদপুর

মোটরসাইকেল নিয়ে ঘুরতে বেরিয়ে বাসের ধাক্কায় কিশোর নিহত, আহত ২ বন্ধু

ফরিদপুর প্রতিনিধি

প্রতীকী ছবি

বন্ধুদের নিয়ে ঘুরতে বেরিয়ে ফরিদপুরের ভাঙ্গায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী রিয়ান আলী (১৬) নামের এক মাদ্রাসাশিক্ষার্থী নিহত হয়েছে। সে মাদারীপুর জেলার ডাসা উপজেলার হায়দার আলীর পুত্র ও স্থানীয় একটি মাদ্রাসার নবম শ্রেণির ছাত্র। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা রিয়ানের দুই বন্ধু আহত হয়েছে।

আজ রোববার বিকেল ৫টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার বাবলাতলা নামক বাসস্ট্যান্ডে এই দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলে মারা যায় রিয়ান আলী। আহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ভাঙ্গা হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, ঈদের আনন্দ উপভোগ করতে মোটরসাইকেলে মাদারীপুরের ডাসা এলাকা থেকে তিন বন্ধু মিলে ভাঙ্গা ইন্টারচেঞ্জ গোলচত্বর দেখতে আসছিল। ভাঙ্গার বাবলাতলা বাসস্ট্যান্ড অতিক্রম করে একটি সরু ব্রিজ পার হওয়ার সময় বিপরীত দিক থেকে আসা বরিশালগামী আইকনিক পরিবহনের একটি বাস মোটরসাইকেলটি ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই রিয়ান মারা যায়। এ সময় মোটরসাইকেলে থাকা তার অপর দুই বন্ধু আহত হয়।

ভাঙ্গা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মামুন আজকের পত্রিকাকে বলেন, মোটরসাইকেলে ধাক্কা দেওয়া আইকনিক পরিবহনের একটি বাস জব্দ করা হয়েছে। মোটরসাইকেলটিও জব্দ করা হয়। কিশোর রিয়ানের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তারা লিখিত অভিযোগ করলে পরবর্তী সময় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ফাতেমা এবার জাইমা রহমানের ছায়াসঙ্গী!

বাকি আছে ২২ দিন, এর মধ্যে হাদি হত্যার বিচার না হলে সরকার পতনের আন্দোলন: ইনকিলাব মঞ্চ

সাভারে নিজ বাড়িতে ব্যবসায়ীর দুই চোখ ওপড়ানো লাশ

বিটিআরসি ভবনে হামলার মামলায় ৪৫ আসামি কারাগারে

বিটিআরসি ভবনে হামলায় ৫৫ জনের নামে মামলা

হাদি হত্যার বিচার দাবিতে আবারও শাহবাগে ইনকিলাব মঞ্চ

রাজধানীতে বাসা থেকে নারী পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার, স্বামীর দাবি—আত্মহত্যা

ঘন কুয়াশায় শাহজালালে নামতে না পেরে চট্টগ্রাম-কলকাতা-ব্যাংককে গেল ৯ ফ্লাইট

বিটিআরসি ভবনে হামলার ঘটনায় ২৬ জন আটক

হাদি হত্যা: সঞ্জয় ও অস্ত্রসহ গ্রেপ্তার ফয়সালের স্বীকারোক্তিমূলক জবানবন্দি