হোম > সারা দেশ > ঢাকা

গ্রিন ইউনিভার্সিটিতে ‘বীরকন্যা প্রীতিলতা’র প্রচারণায় তিশা-মনোজ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশে ‘বীরকন্যা প্রীতিলতা’ সিনেমার প্রচারণায় অংশ নিয়েছেন চলচ্চিত্র পরিচালক প্রদীপ ঘোষ, অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা, মনোজ প্রামাণিক, কামরুজ্জামান তাপু প্রমুখ। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরাও অংশ নেন। 

আজ বৃহস্পতিবার গ্রিন ইউনিভার্সিটিতে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক ড. মো. গোলাম সামদানী ফকির। আরও উপস্থিত ছিলেন—বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক ড. মো. সাজ্জাদ হোসেন, গ্রিন ইউনিভার্সিটির বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. মো. সাইফুল আজাদ, আইন অনুষদের ডিন অধ্যাপক ড. ফারহানা হেলাল মেহতাব প্রমুখ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ড. মো. সাজ্জাদ হোসেন বলেন, ইতিহাস নির্ভর সিনেমা বীরকন্যা প্রীতিলতা। এর মাধ্যমে শুধু সিনেমা জগৎই সমৃদ্ধ হবে না, পাশাপাশি অনেকের অনুপ্রেরণা হিসেবেও কাজ করবে। ভবিষ্যতে এ ধরনের আরও সিনেমা মুক্তি পাওয়া উচিত বলে তিনি অভিমত দেন।

উপাচার্য অধ্যাপক ড. মো. গোলাম সামদানী ফকির বলেন, বাংলাদেশের অতীত ইতিহাসে প্রীতিলতার মতো সংগ্রামীরা সব সময়ই প্রাসঙ্গিক ছিল। বর্তমানেও তাঁর জীবন থেকে অনেক কিছু শেখার আছে। যা থেকে নারীদের পাশাপাশি পুরুষেরাও অনুপ্রাণিত হতে পারে। একটা কলেজ পড়ুয়া মেয়ে প্রীতিলতা কেন, কীভাবে উপমহাদেশের মুক্তির জন্য নিজের জীবন উৎসর্গ করল-তা জানতে সবাইকে এই সিনেমা দেখতে হবে।

পরিচালক প্রদীপ ঘোষ বলেন, অনেক চ্যালেঞ্জের পর এই সিনেমা মুক্তি পেতে যাচ্ছে। যেহেতু এটা ইতিহাস নির্ভর সিনেমা, তাই এখানে সবচেয়ে বেশি অনুপ্রেরণা শিক্ষার্থীদের জন্য রয়েছে। এ সময় তিনি শিক্ষার্থীদের জন্য অর্ধেক দামে টিকিট দেওয়ার ঘোষণা দেন।

অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা বলেন, প্রীতিলতার মতো চরিত্রে কাজ করা সহজ ছিল না। এটি শুধু বিনোদন নয়, এই সিনেমার মাধ্যমে ইতিহাসের অনেক কিছু জানা যাবে এবং একজন পরিপূর্ণ মানুষের সমাজ, দেশের প্রতি কী দায়বদ্ধতা রয়েছে সেটিও বোঝা যাবে। এ সময় তিশা উপস্থিত সব শিক্ষার্থীকে হলে গিয়ে সিনেমাটি দেখার অনুরোধ জানান।

অনুষ্ঠানে সিনেমার বিভিন্ন খুঁটিনাটি দিক নিয়ে কথা বলেন বিপ্লবী রামকৃষ্ণ বিশ্বাসের চরিত্রের মনোজ প্রামাণিক এবং মাস্টারদা সূর্যসেন চরিত্রে অভিনয় করা কামারুজ্জামান তাপু।

অনুষ্ঠানে বীরকন্যা প্রীতিলতা টিমকে কাছে পেয়ে উচ্ছ্বসিত হয়ে সেলফি তুলেছেন শিক্ষার্থীরা। এর আগে উপস্থিত দর্শকদের সামনে সিনেমাটির টিজার ও গান দেখানো হয়।

ঢাকা-৭ আসন: নিরাপত্তা নিয়ে শঙ্কায় ভোটার

ঋণের জামিনদার হওয়াই কাল, মা-মেয়েকে হত্যার পর লাশের সঙ্গেই ঘুমাতেন দুই বোন

এক সপ্তাহের মধ্যে ‘হাদি সমাবেশে’র ঘোষণা ইনকিলাব মঞ্চের

উত্তরায় অগ্নিকাণ্ড: বাড়ির ছাদ ছিল তালাবদ্ধ, ধোঁয়ায় দম বন্ধ হয়ে প্রাণ যায় ৬ জনের

রাজধানীর উত্তরায় সাততলা ভবনে আগুন: একই পরিবারের ৩ জনসহ নিহত বেড়ে ৬

ঢাকা-৪ আসন: প্রার্থীদের প্রতিশ্রুতির জোয়ার

ঢাকার সাত কলেজ: দিনভর চরম দুর্ভোগ হাজারো মানুষের

কেরানীগঞ্জে শিক্ষিকার বাসা থেকে মা-মেয়ের লাশ উদ্ধার, আটক ৪

সাবেক ‘চিফ হিট অফিসার’ বুশরা আফরিনকে দুদকে জিজ্ঞাসাবাদ

লাইটার জাহাজে রমজানের নিত্যপণ্য মজুত করছেন ব্যবসায়ীরা, অভিযান পরিচালনা করবে সরকার