হোম > সারা দেশ > ঢাকা

সাবেক সংসদ সদস্য বাহাউদ্দিন বাহারের জমি-বাড়ি ক্রোক, ব্যাংক হিসাব অবরুদ্ধ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সাবেক সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার। ছবি: সংগৃহীত

কুমিল্লা-৬ আসনের সাবেক সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহারের নামে কুমিল্লার মনোহরপুরে থাকা ১৫ শতাংশ জমি ও একটি বাড়ি জব্দের নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া বাহার ও তাঁর স্বার্থসংশ্লিষ্ট ২৯টি ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ দেওয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন এই নির্দেশ দেন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এই আদেশ দেন বলে দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম জানান।

আবেদনে জব্দ হওয়া বাড়ি নির্মাণের বিনিয়োগ ১৬ কোটি টাকা বলে উল্লেখ করা হয়েছে। এ ছাড়া জমির মূল্য ৩৮ লাখ ৮০ হাজার টাকা বলে উল্লেখ করা হয়।

আবেদনে বলা হয়েছে, সাবেক এই সংসদ সদস্য ক্ষমতার অপব্যবহার করে দুর্নীতি ও অনিয়মের মাধ্যমে বিপুল সম্পদ অর্জন করেছেন বলে অভিযোগ রয়েছে। এই অভিযোগের অনুসন্ধান ও তদন্ত করতে গিয়ে জব্দের আবেদনের উল্লিখিত সম্পদ ও ২৯টি ব্যাংক হিসাবের তথ্য জানা গেছে।

আবেদনে আরও বলা হয়েছে, আসামি আ ক ম বাহাউদ্দিন পলাতক অবস্থায় স্থাবর সম্পদ বিক্রি এবং ব্যাংক হিসাব থেকে টাকা উত্তোলন ও স্থানান্তর করার পরিকল্পনা করছেন বলে দুদক বিশ্বস্ত সূত্রে জানতে পেরেছে। ইতিমধ্যে তাঁর বিরুদ্ধে দুর্নীতির মামলা করা হয়েছে। মামলার তদন্ত ও ভবিষ্যৎ কার্যক্রমের সঙ্গে সম্পর্কিত এসব সম্পদ জব্দ ও অবরুদ্ধের নির্দেশ দেওয়া একান্ত প্রয়োজন।

রাজধানীর বসুন্ধরায় মোটরসাইকেলে প্রাইভেটকারের ধাক্কা, মারধরে আইনজীবীর মৃত্যু

রাজধানীর হাজারীবাগে যুবককে কুপিয়ে হত্যা

নিষেধাজ্ঞা ভেঙে আতশবাজি-ফানুসে খ্রিষ্টীয় বর্ষবরণ

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মেজর জেনারেল (অব.) মাহমুদুল হাসান মারা গেছেন

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে এসে একজনের মৃত্যু

আজ সন্ধ্যা ৭টা থেকে বন্ধ থাকবে মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন

রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়েসহ তিনজনের মৃত্যু

কেরানীগঞ্জের সেই মাদ্রাসার পাশে ফের বিস্ফোরণ, আহত ১

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ফার্মগেট নামার র‍্যাম্প বন্ধ

খালেদা জিয়ার জানাজা ঘিরে যেসব সড়কে যান চলাচল বন্ধ ও ডাইভারশন