হোম > সারা দেশ > গাজীপুর

গাজীপুরে গৃহবধূকে কুপিয়ে হত্যা, স্বামী আটক 

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় গৃহবধূকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। এ ঘটনায় নিহতের স্বামী মো. বাবুলকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ শুক্রবার ভোরে উপজেলার চাপাইর ইউনিয়নের গোবিন্দপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত গৃহবধূর নাম আঁখি আক্তার (৩২)। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিক কলহের জেরে আজ ভোরে বাবুল ও তার স্ত্রী আঁখি মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে বাবুল ঘরে থাকা কুড়াল দিয়ে আঁখির মাথায় আঘাত করলে তিনি মেঝেতে লুটিয়ে পড়েন। বাবুল তাকে আবারও এলোপাতাড়ি কোপান। আশপাশের এলে স্ত্রী স্ট্রোক করেছে বলে কান্নাকাটি করতে থাকেন বাবুল। তার আচরণে সন্দেহ হলে এলাকাবাসী আটক করে পুলিশে খবর দেন। 

এদিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। বাবুলকে আটক করে থানায় নিয়ে যায়। 

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম নাসিম বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বাবুলকে আটক করা হয়েছে। মামলাসহ পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন