হোম > সারা দেশ > মাদারীপুর

কালকিনিতে বোমা হামলায় মুদি দোকানি নিহত

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুরের কালকিনি উপজেলার চরদৌলতখান ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মিয়ারহাট লঞ্চঘাট এলাকায় বোমা হামলায় মুদি দোকানি মনির চৌকিদার (৩৫) মারা গেছেন। আজ সোমবার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। এই ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। 

পুলিশ, পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, কালকিনি উপজেলার মিয়ারহাট লঞ্চঘাট এলাকার রশিদ চৌকিদার ছেলে মনির চৌকিদারের লঞ্চঘাট এলাকায় মুদি দোকান চালাতেন। মনির চৌকদার সোমবার ইফতারি শেষ করে এশার নামাজ পড়তে স্থানীয় একটি মসজিদে যান। সেখানে নামাজ শেষে দোকানে যাচ্ছিলেন। এ সময় মনিরকে লক্ষ্য করে হাত বোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা। বোমা নিক্ষেপ করেই দ্রুত দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে গুরুতর অবস্থায় মনিরকে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

এদিকে বোমা বিস্ফোরণে নিহতের ঘটনা ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনা দেখা দেয়। তাই এলাকায় ঘটনার পর থেকেই অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। 

কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হোসেন বলেন, বোমার আঘাতে মনিরের মুখমণ্ডল পুরোটাই ধসে গেছে। এই ঘটনায় এলাকায় উত্তেজনা থাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতে ধরতে ইতিমধ্যেই কয়েকটি টিম অভিযান শুরু করেছে। 

উল্লেখ্য, মাদারীপুরের কালকিনি উপজেলার চরদৌলতখান ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান চাঁন মিয়া শিকদারের সঙ্গে পরাজিত চেয়ারম্যান প্রার্থী মিলন মিয়ার দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এর আগেও ইউপি নির্বাচনে জয়-পরাজয় নিয়ে একাধিকবার দুপক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া, সংঘর্ষ ও হত্যার ঘটনা ঘটেছে।

দুর্বল সরকার পেয়ে যে যা ইচ্ছা করছে—তীব্র যানজটে ভোগান্তির শিকার যাত্রীর ক্ষোভ

বিইউপির অতিরিক্ত পরিচালক জাহাঙ্গীর কবির মারা গেছেন

জাকসু নির্বাচনে দায়িত্ব পালনকালে মারা যাওয়া শিক্ষিকার নামে জাবির সিনেট ভবনের নামকরণ

আরেক হত্যা মামলায় গ্রেপ্তার মোস্তফা জালাল মহিউদ্দিন

শতাধিক গুম-হত্যার মামলা: জিয়াউল আহসানের বিরুদ্ধে অভিযোগ গঠন

কেরানীগঞ্জে ভোরবেলা ডকইয়ার্ডে নিরাপত্তাকর্মী খুন

রাজধানীর যাত্রাবাড়ীতে কাভার্ড ভ্যানের চাপায় রিকশাচালকের মৃত্যু

ফার্মগেট-টেকনিক্যালসহ গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ শিক্ষার্থীদের, যান চলাচল বন্ধে ভোগান্তি

রেকর্ড ৩ হাজার নবীন বিজিবি সদস্য শপথ নিচ্ছেন আজ

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট