হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীতে কাভার্ডভ্যানের চাপায় ব্যাংক কর্মকর্তাসহ নিহত ২

ঢামেক প্রতিবেদক, ঢাকা  

ফাইল ছবি

রাজধানীর যাত্রাবাড়ীর মাতুয়াইলে কাভার্ডভ্যানের চাপায় ব্যাংক কর্মকর্তাসহ দুইজন মারা গেছেন। নিহতরা হলেন ব্যাংক কর্মকর্তা দিদার এলাহী (৩৪) ও রিকশা চালক। রিকশা চালকের বয়স হবে আনুমানিক ৪০ বছর। তবে তার নাম ঠিকানা পাওয়া যায়নি।

আজ রোববার ভোর পৌনে ৬টার দিকে যাত্রাবাড়ী মাতুয়াইল মেডিকেলের সামনে দুর্ঘটনাটি ঘটে। ঘটনাস্থলেই তারা মারা যান।

যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রিকশা চালক একজন আরোহী নিয়ে মাতুয়াইল মেডিকেল রোড দিয়ে যাওয়ার সময় একটি কাভার্ডভ্যান তাদের রিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে দুজন মারা যায়। তবে ঘটনার পরপরই চালক পালিয়ে গেছে। কাভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। চালকের নাম ঠিকানা পাওয়া যায়নি।

নিহত ব্যাংক কর্মকর্তা দিদারের চাচাতো ভাই আহসান হাবীব জানান, তাদের বাড়ি গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার পাইকা গ্রামে। স্ত্রী সুমনা আক্তার ও দেড় মাস বয়সী মেয়েসহ পরিবার নিয়ে যাত্রাবাড়ী মাতুয়াইল মেডিকেল মোড় এলাকায় থাকত। এসবিএসি ব্যাংকের মতিঝিল প্রধান শাখায় অ্যাসিস্ট্যান্ট অফিসার হিসেবে কর্মরত ছিলেন দিদার। গত ৭-৮ মাস আগে এই ব্যাংকে যোগদান করেছিলেন। এরআগে অন্য একটি বেসরকারি ব্যাংকে চাকরি করতেন।

তিনি আরও জানান, দুই সপ্তাহ আগে তাদের এক চাচা মারা গেছেন। সেই জন্য সপরিবারে গ্রামের বাড়িতে গিয়েছিল দিদার। এরপর পরিবারকে গ্রামে রেখে ভোরে যাত্রাবাড়ী মাতুয়াইলে নামে। সেখান থেকে রিকশায় করে বাসায় যাচ্ছিলেন। তখন দুর্ঘটনার শিকার হন।

সংকট কাটছে না শিগগির

নারায়ণগঞ্জে সিমেন্ট কারখানায় বিস্ফোরণে ৭ জন দগ্ধ

দক্ষিণ বনশ্রীতে স্কুলছাত্রীর গলাকাটা লাশ উদ্ধার

নিকুঞ্জে অজ্ঞান পার্টির কবলে অষ্টম শ্রেণির ছাত্র

হাদি হত্যা: চার্জশিটে আপত্তি থাকলে বাদীকে আদালতে হাজির হওয়ার নির্দেশ

গুলিস্তানে বাসের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধার

অপারেশন ডেভিল হান্ট ফেজ-২: গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮

স্বেচ্ছাসেবক দলের নেতা মোসাব্বির হত্যায় শুটার জিনাতসহ গ্রেপ্তার ৩

এবার মিরপুর রোডে তিতাসের ভালভ ফেটেছে, ভোগান্তি দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা

মোসাব্বির হত্যা: খুনিদের ছবি স্পষ্ট পরিচয় অজানা