হোম > সারা দেশ > ঢাকা

নারীদের নিয়ে কটুক্তিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

নারীকে অবমাননা, লাঞ্ছনার প্রতিবাদে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশ। ছবি: আজকের পত্রিকা

হেফাজতে ইসলামসহ নারীবিদ্বেষী বক্তব্য প্রদানকারী এবং নারীকে অবমাননা, লাঞ্ছনা ও কটুক্তিকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্র। আজ মঙ্গলবার (৬ মে) জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশে এ দাবি জানান সংগঠনের নেতারা।

সমাবেশে বক্তারা বলেন, এদেশের নারীরা প্রতিটি গণআন্দোলনে, জাতীয় মুক্তি সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। ৫২’র ভাষা আন্দোলন থেকে শুরু করে মুক্তিযুদ্ধসহ দেশের প্রতিটি ক্রান্তিলগ্নে নারীরা এগিয়ে এসেছে, লড়াই করেছে। সর্বশেষ জুলাই গণঅভ্যুত্থানেও নারীরা নেতৃত্ব দিয়েছেন, সহযোদ্ধাদের রক্ষা করেছেন, গুলির মুখে দাঁড়িয়েছেন। মায়েরা সন্তানের হাত ধরে রাস্তায় নেমে এসে সন্তানসমদের ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন।

বক্তারা বলেন, এ লড়াইয়ের বিজয়ে নারীদের ভূমিকা গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ। ফলে অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে নারীর মর্যাদাপূর্ণ অবস্থান নিশ্চিত হবে এটাই সবার কাম্য ছিল।

বক্তারা বলেন, স্বাধীন দেশে সর্বপ্রথম একটি নারী সংস্কার কমিশন গঠিত হয়েছে, যা অত্যন্ত আনন্দের বিষয়। গত ১৯ এপ্রিল এই কমিশনের প্রতিবেদনে অনেকগুলো বিষয় সংস্কারের প্রস্তাব দেওয়া হয়েছে, যা আধুনিক গণতান্ত্রিক চেতনার বহিঃপ্রকাশ।

বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্রের সভাপতি সীমা দত্ত বলেন, ‘বর্তমান সময়ে এসে নারী পুরুষের সমঅধিকার, সমমর্যাদা নিশ্চিত করা প্রতিটি গণতান্ত্রিক রাষ্ট্রের দায়িত্ব। কমিশনের রিপোর্ট নিয়ে নানা আলোচনা-সমালোচনা, যুক্তিতর্কের উপস্থাপন চলতেই পারে। মত-দ্বিমত থাকতে পারে। অথচ আমরা দেখলাম যৌক্তিক সমালোচনার পথ না ধরে হেফাজতে ইসলামসহ একদল গোষ্ঠী নারী সংস্কার কমিশনের রিপোর্ট বাতিলসহ নারী কমিশনের সদস্যদের নানা কটুক্তি, ব্যঙ্গসহ নারী অবমাননাকর নানা বক্তব্য দেন ও কমিশন বাতিলের দাবি করছেন।’

তিনি বলেন,‘সমাজে নারী-পুরুষের যে স্বাভাবিক মর্যাদার সম্পর্ক সেটাকে তারা মানতে নারাজ। একইসঙ্গে ব্যক্তিগত আক্রমণ করে তারা গণতান্ত্রিক শিষ্টাচার বহির্ভূত কাজ করছেন। সমাজে নারী সম্পর্কিত পশ্চাৎপদ দৃষ্টিভঙ্গিকে জিইয়ে রাখার এ প্রচেষ্টা গণতান্ত্রিক মূল্যবোধসম্পন্ন যে কোনো মানুষ বিরোধিতা করে।’

সমাবেশে আরও বক্তব্য দেন নারীমুক্তি কেন্দ্রের প্রচার-প্রকাশনা সম্পাদক সুস্মিতা রায় সুপ্তি, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের অর্থ সম্পাদক নওশিন মুস্তারী সাথী, সাংগঠনিক সম্পাদক প্রগতি বর্মণ তমা প্রমুখ।

তাঁরা বলেন, সারা দেশে নারীরা নানা আক্রমণের শিকার হচ্ছেন। নারীদের মতপ্রকাশ, চলাফেরা, নিরাপত্তা হরণ করা হচ্ছে। অথচ সরকারের পক্ষ থেকে কোনো পদক্ষেপ নিতে আমরা দেখছি না, যা উদ্বেগজনক।

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

টেলিগ্রামে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১

মুছাব্বির হত্যায় গ্রেপ্তারদের মধ্যে দুজন আপন ভাই, আরেক ভাই পলাতক: ডিবি