হোম > সারা দেশ > কিশোরগঞ্জ

পাকুন্দিয়ায় শাপলা তুলতে ডোবায় নেমে প্রাণ হারাল ২ শিশু

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ডোবার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার দুপুরে উপজেলার চরতেরটেকিয়া মাধুয়া এলাকায় এই ঘটনা ঘটে। 

মৃত দুই শিশু হলো, উপজেলার চরতেরটেকিয়া গ্রামের আসাদ মিয়ার ছেলে আবদুল্লাহ (৯) ও চরকাওনা মধ্যপাড়া গ্রামের উজ্জ্বল মিয়ার ছেলে তামহীদ (১০)। তারা দুজন চরকাওনা রিয়াজুল জান্নাত হাফিজিয়া কওমি মাদ্রাসার শিক্ষার্থী ছিল।

চরফরাদী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুল মান্নান পানিতে ডুবে দুই শিক্ষার্থী মারা যাওয়ার তথ্যটি নিশ্চিত করেছেন।

জানা গেছে, আজ দুপুরে চরকাওনা স্কুল মাঠে ফুটবল খেলছিল ওই দুই শিশুসহ সমবয়সী আরও অনেকে। খেলা শেষে মাধুয়া ডোবা থেকে শাপলা ফুল তুলতে পানিতে নামে তিনজন। এ সময় সাঁতার না জানায় পানিতে ডুবে যায় তারা। তা দেখে পাড়ে থাকা অন্যরা চিৎকার করলে স্থানীয়রা এগিয়ে গিয়ে তাদের তিনজনকে উদ্ধার করে। কিন্তু ঘটনাস্থলেই তামহীদ মারা যায়। মুমূর্ষু অবস্থায় আবদুল্লাহকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তারও মৃত্যু হয়।

এ বিষয়ে জানতে চাইলে পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান টিটু আজকের পত্রিকাকে বলেন, ‘পানিতে ডুবে একজনের মৃত্যুর খবর শুনেছি। খোঁজ নিয়ে দেখছি।’

মেট্রোরেলের কার্ডের রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা