হোম > সারা দেশ > গোপালগঞ্জ

নেপাল ও ভুটানের বিচার ব্যবস্থার সঙ্গে বাংলাদেশের মিল রয়েছে: প্রধান বিচারপতি

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

প্রধান বিচারপতি ওবায়দুল হাসান বলেছেন, ‘বন্ধুপ্রতিম দেশ নেপাল ও ভুটান বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে অভূতপূর্ব সমর্থন, সহমর্মিতা প্রকাশ করেছে। এই দুই দেশের সঙ্গে বাংলাদেশের বিচার ব্যবস্থার কিছুটা বৈসাদৃশ্য থাকলেও অধিকাংশেই মিল রয়েছে।’ 

আজ শুক্রবার সকালে নেপাল ও ভুটানের দুই বিচারপতিকে নিয়ে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। 

ওবায়দুল হাসান বলেন, ‘নেপাল ও ভুটানের বিচারপতিরা আন্তর্জাতিক সম্মেলনে ঢাকায় এসেছেন। তাঁরা বঙ্গবন্ধু জাদুঘর দেখেছেন। এ ছাড়া বঙ্গবন্ধুর সমাধিতে তাঁদের আসার আগ্রহ ও বঙ্গবন্ধুর প্রতি সম্মানবোধ প্রদর্শন সত্যিই আমাদের অভিভূত করেছে। আমরা বন্ধুত্বপূর্ণ এই দেশ দুটিকে সঙ্গে নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে চাই।’ 

নেপালের প্রধান বিচারপতি বিসম্ভর প্রসাদ শ্রেষ্ঠা ও ভুটান হাইকোর্টের বিচারপতি লবজং রিনজিন এয়ারগিকে নিয়ে বঙ্গবন্ধুর সমাধিতে এই পুষ্পস্তবক অর্পণ করেন বাংলাদেশের প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। 

পরে পবিত্র ফাতেহা পাঠ, বঙ্গবন্ধুসহ মুক্তিযুদ্ধে আত্মদানকারী সব শহীদদের আত্মার শান্তি কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। 

এ সময় গোপালগঞ্জের জেলা ও দায়রা জজ কামরুল হাসান, জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম, পুলিশ সুপার আল-বেলী আফিফা, টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মঈনুল হক, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ইলিয়াস হোসেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার আমিনুর রহমানসহ গোপালগঞ্জের বিচার বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

টেলিগ্রামে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১

মুছাব্বির হত্যায় গ্রেপ্তারদের মধ্যে দুজন আপন ভাই, আরেক ভাই পলাতক: ডিবি

সমিতির নামে কোটি টাকা আত্মসাৎ, হোতা গ্রেপ্তার

বিএনপির প্রার্থীর নির্বাচনী সভায় আওয়ামী লীগ নেতার ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান

রেডিওথেরাপির সক্ষমতা বাড়ানো দরকার

রাসিকের সাবেক মেয়র লিটন ও পরিবারের ৪১ ব্যাংক হিসাব অবরুদ্ধ

রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৯

৯ ঘণ্টা পর প্রক্টর অফিস থেকে ছাড়া পেলেন চবির সেই শিক্ষক