হোম > সারা দেশ > গাজীপুর

ব্যবসায়িক দ্বন্দ্বে কৃষক দলের নেতাকে কুপিয়ে হত্যা

গাজীপুর প্রতিনিধি

নিহত কৃষক দল নেতা রাকিব মোল্লা (৩৫)। ছবি: সংগৃহীত

গাজীপুর মহানগরীর সদর মেট্রো থানাধীন দাখিনখান এলাকায় ব্যবসায়িক দ্বন্দ্বের জেরে কৃষক দলের এক নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল শুক্রবার রাত পৌনে ১০টার দিকে এ ঘটনা ঘটে। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

নিহত কৃষক দল নেতার নাম রাকিব মোল্লা (৩৫)। তিনি গাজীপুর মহানগরীর সদর মেট্রো থানাধীন দাখিনখান এলাকার ইব্রাহিম মোল্লার ছেলে। মহানগরীর সদর মেট্রো থানা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, গাজীপুর মহানগরীর সদর মেট্রো থানার দাখিনখান এলাকায় ইন্তাজ ও সেলিম নামে দুই ব্যক্তি ডিশ ও ইন্টারনেট ব্যবসা পরিচালনা করতেন। গত ৯ এপ্রিল ওই ব্যবসা দখলে নেন রাকিব মোল্লা। ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে রাকিব মোল্লার সঙ্গে ইমতিয়াজ ও সেলিমের দ্বন্দ্ব চলছিল। শুক্রবার রাতে রাকিব মোল্লাকে দাখিনখান এলাকায় একা পেয়ে প্রতিপক্ষের পাঁচ-ছয়জন দেশীয় অস্ত্র নিয়ে তাঁর ওপর হামলা চালিয়ে কুপিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা রাকিবকে উদ্ধার করে শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) সদর মেট্রো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান আজকের পত্রিকাকে বলেন, শুক্রবার রাত ৯টার দিকে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে রাকিব মোল্লাকে এলোপাতাড়ি কুপিয়ে রাস্তার ওপর ফেলে পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওসি আরও বলেন, খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। মরদেহের মাথা, ঘাড়, হাতসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ব্যবসার দ্বন্দ্বের জেরে এ ঘটনা ঘটেছে। জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

মগবাজারে ককটেল বিস্ফোরণে নিহতের মরদেহ ঢামেক মর্গে

মণিপুরীদের জীবনধারার আলোকচিত্র প্রদর্শনীর সময় বাড়ল

চীন নিয়ে প্রতিবেদনের জন্য পুরস্কার পেলেন ২৯ সাংবাদিক

গণমাধ্যম ও সংস্কৃতি অঙ্গনে হামলা পরিকল্পিত মতাদর্শিক সন্ত্রাস: আনু মুহাম্মদ

প্রথম আলো-ডেইলি স্টারে হামলা: গ্রেপ্তার আরও ৩, ডিআরইউর মানববন্ধন

তারেক রহমানের প্রত্যাবর্তন ঘিরে ৩০০ ফুটে নেতা-কর্মীদের ভিড়

রাজধানীর মগবাজারে ‘ককটেল’ বিস্ফোরণে যুবক নিহত

হাদি হত্যা: ফয়সালকে সীমান্তে আত্মগোপনে সহায়তাকারী ৫ দিনের রিমান্ডে

বিমানবন্দর এলিভেটেড এক্সপ্রেসওয়ের ঢাকায় প্রবেশের পথ ৪ ঘণ্টা টোলমুক্ত থাকবে আগামীকাল