হোম > সারা দেশ > ঢাকা

‘অভাবে আত্মহত্যা, লাশটি মায়ের কাছে পাঠিয়ে দিবেন’, ঝুলন্ত লাশের পাশে চিরকুট

উত্তরা (ঢাকা) প্রতিনিধি

রাজধানীর তুরাগে অভাব অনটনের কারণে আব্দুস সালাম (৩০) নামের এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। এ ঘটনায় একটি চিরকুট উদ্ধার করেছে পুলিশ। 

তুরাগের তারার টেকের গুলজার মাস্টারের ভাড়া বাড়ি থেকে আজ সোমবার বিকেলে ঘটনাটি ঘটে। পরে খবর পেয়ে ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। 

ওই যুবক রংপুর জেলার পীরগাছা উপজেলার মৃত মায়া মিয়ার ছেলে। তুরাগের তারারটেকের ওই বাড়িতে একাই ভাড়া থাকতেন। উত্তরার একটি বেসরকারি হাসপাতালে মেস ওয়েটার হিসেবে কাজ করতেন। 

ওই এলাকার বাসিন্দারা জানান, সালামের মরদেহ ঘরের মধ্যে সিলিং ফ্যানের সঙ্গে রশিতে ঝুলছিল। পরে খবর দিলে পুলিশ এসে মরদেহটি নিয়ে যায়। পারিবারিক কলহের জেরে তিনি আত্মহত্যা করেছেন বলে স্থানীয়দের ধারণা। 

এ বিষয়ে তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মওদুত হাওলাদার আজকের পত্রিকাকে বলেন, ‘তারারটেক থেকে সালাম নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তুরাগ থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’ 

ওসি আরও বলেন, ‘মরদেহের পাশ থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়েছে। ওই চিরকুটে লেখা ছিল—আমি অভাব অনটনে ভুগছিলাম। যার কারণে হতাশাগ্রস্ত হয়ে আত্মহত্যা করেছি। আমার আত্মহত্যার জন্য কেউ দায়ী নয়। দয়া করে আমার মরদেহটি মায়ের কাছে পাঠিয়ে দিবেন।’ 

এদিকে সালামের নামে একটি টিকটক অ্যাকাউন্টে সাম্প্রতিক একটি পোস্টে লেখা রয়েছে, ‘পারলে আমাকে ক্ষমা করে দিয়েন। আমার মৃত্যুটাই শেষ সমাধান হল। সবাই মুক্তি পেল।’

তারেক রহমানের প্রত্যাবর্তন ঘিরে ৩০০ ফুটে নেতা-কর্মীদের ভিড়

রাজধানীর মগবাজারে ‘ককটেল’ বিস্ফোরণে যুবক নিহত

হাদি হত্যা: ফয়সালকে সীমান্তে আত্মগোপনে সহায়তাকারী ৫ দিনের রিমান্ডে

বিমানবন্দর এলিভেটেড এক্সপ্রেসওয়ের ঢাকায় প্রবেশের পথ ৪ ঘণ্টা টোলমুক্ত থাকবে আগামীকাল

বিমানবন্দর থেকে গুলশান ও এভারকেয়ার হাসপাতাল এলাকায় ড্রোন ওড়ানো নিষেধ‎

বড়দিন উপলক্ষে আজ সন্ধ্যা থেকে শুক্রবার সকাল পর্যন্ত আতশবাজি ও ফানুস ওড়ানো নিষেধ

শ্রীপুরে গভীর রাতে ইটভাটায় ডেকে নিয়ে জাসাস নেতাকে কুপিয়ে হত্যা

যুবদল নেতা আরিফ সিকদার হত্যা: সুব্রত বাইনের মেয়ে ফের রিমান্ডে

ঘন কুয়াশায় মাওয়া এক্সপ্রেসওয়েতে চার যানবাহনের সংঘর্ষ, আহত কয়েকজন

ডেইলি স্টারে হামলার ঘটনায় গ্রেপ্তার আরও ১