হোম > সারা দেশ > ঢাকা

জাবি শিক্ষক সমিতির নির্বাচনে উপাচার্যপন্থীদের সংখ্যাগরিষ্ঠতা

জাবি প্রতিনিধি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শিক্ষক সমিতির নির্বাচনে উপাচার্যপন্থীরা সভাপতি, সম্পাদকসহ ১৫ পদের মধ্যে ১১ পদে নির্বাচিত হয়েছেন। ‘বঙ্গবন্ধু শিক্ষক পরিষদ’ ব্যানারে তাঁরা নির্বাচনে অংশগ্রহণ করেন। অন্যদিকে ‘জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম’ থেকে চারটি পদে জয়লাভ করেন।

আজ বুধবার সন্ধ্যা ৭টায় ভোট গণনা শেষে প্রধান নির্বাচন কমিশনার অনিরুদ্ধ কাহালি নির্বাচনের ফল ঘোষণা করেন। 

নির্বাচনে সভাপতি পদে গাণিতিক ও পদার্থবিষয়ক অনুষদের ভারপ্রাপ্ত ডিন ও পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ফরিদ আহমদ এবং সাধারণ সম্পাদক পদে ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজির (আইআইটি) অধ্যাপক এম শামীম কায়সার নির্বাচিত হয়েছেন। 

এ ছাড়া বঙ্গবন্ধু শিক্ষক পরিষদ থেকে সদস্য পদে অধ্যাপক আহমেদ রেজা, অধ্যাপক নাজমুল হাসান তালুকদার, অধ্যাপক ফারহা মতিন জুলিয়ানা, অধ্যাপক মোহাম্মদ শফিক উর রহমান, অধ্যাপক মিজানুর রহমান, অধ্যাপক সুবর্ণা কর্মকার, অধ্যাপক সাব্বির আলম, সহযোগী অধ্যাপক মোহাম্মদ তারিকুল ইসলাম ও মাহফুজা খাতুন জয়লাভ করেছেন। 

অন্যদিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সমর্থিত শিক্ষকদের সংগঠন জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম থেকে সহসভাপতি পদে প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক মনোয়ার হোসেন, কোষাধ্যক্ষ পদে অর্থনীতি বিভাগের অধ্যাপক মুহাম্মদ শফিকুল ইসলাম, যুগ্ম সম্পাদক পদে প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক বোরহান উদ্দিন এবং সদস্য পদে ভূগোল ও পরিবেশ বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ রেজাউল রাকিব জয়লাভ করেছেন। 

এর আগে সকাল ৯টায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ক্লাবে শিক্ষক সমিতির নির্বাচন শুরু হয়ে বেলা দেড়টায় শেষ হয়। নির্বাচনে মোট ৬০২ জন ভোটারের মধ্যে ৫৭৫ জন ভোটার ভোট প্রদান করেন।

ফাতেমা এবার জাইমা রহমানের ছায়াসঙ্গী!

বাকি আছে ২২ দিন, এর মধ্যে হাদি হত্যার বিচার না হলে সরকার পতনের আন্দোলন: ইনকিলাব মঞ্চ

সাভারে নিজ বাড়িতে ব্যবসায়ীর দুই চোখ ওপড়ানো লাশ

বিটিআরসি ভবনে হামলার মামলায় ৪৫ আসামি কারাগারে

বিটিআরসি ভবনে হামলায় ৫৫ জনের নামে মামলা

হাদি হত্যার বিচার দাবিতে আবারও শাহবাগে ইনকিলাব মঞ্চ

রাজধানীতে বাসা থেকে নারী পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার, স্বামীর দাবি—আত্মহত্যা

ঘন কুয়াশায় শাহজালালে নামতে না পেরে চট্টগ্রাম-কলকাতা-ব্যাংককে গেল ৯ ফ্লাইট

বিটিআরসি ভবনে হামলার ঘটনায় ২৬ জন আটক

হাদি হত্যা: সঞ্জয় ও অস্ত্রসহ গ্রেপ্তার ফয়সালের স্বীকারোক্তিমূলক জবানবন্দি