হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীর হাতিরঝিলে বিলাসবহুল গাড়ি থেকে ৫ কোটি টাকার ইয়াবা জব্দ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বিপুল পরিমাণ ইয়াবাহসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। ছবি: ডিএনসি

রাজধানীর হাতিরঝিল এলাকায় বিপুল পরিমাণ ইয়াবার একটি চালান জব্দ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। বিলাসবহুল গাড়ির বিশেষ চেম্বারে লুকানো ১ লাখ ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে, যার বাজারমূল্য প্রায় ৫ কোটি টাকা। অভিযানে বায়িং হাউস ও আবাসন ব্যবসার আড়ালে মাদক কারবারে জড়িত চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

আজ শনিবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক মো. হাসান মারুফ এ তথ্য নিশ্চিত করেছেন।

হাসান মারুফ জানান, গতকাল শুক্রবার (২১ মার্চ) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে হাতিরঝিল এলাকায় অভিযান পরিচালনা করা হয়। সন্দেহভাজনদের গাড়িটিকে প্রায় ৭ কিলোমিটার ধাওয়া করে আটক করা হয়। প্রাথমিকভাবে গাড়িতে কিছু না পেলেও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তল্লাশি চালিয়ে পাদানির নিচে বিশেষভাবে ঝালাই করা চেম্বার থেকে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় চারজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—নজরুল ইসলাম ওরফে সোহেল রানা (৩৪) নারায়ণগঞ্জের আড়াইহাজারের বাসিন্দা, আল মামুন (৩২) শেরপুরের নালিতাবাড়ীর বাসিন্দা, ওমর ফারুক (৪৬) চট্টগ্রামের খুলশীর বাসিন্দা এবং তার স্ত্রী তানিয়া (৩২)।

অভিযুক্তরা দীর্ঘদিন ধরে টেকনাফ থেকে বিলাসবহুল গাড়ির প্যানেলের নিচে বিশেষ কৌশলে ইয়াবা লুকিয়ে এনে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করছিলেন বলে জানতে পেরেছে অধিদপ্তর।

অধিদপ্তরের মহাপরিচালক বলেন, তদন্তে জানা গেছে, চক্রটি বায়িং হাউস ও আবাসন ব্যবসার আড়ালে মাদক ব্যবসা পরিচালনা করত। তাদের অবৈধ উপার্জিত অর্থ মানিলন্ডারিংয়ের মাধ্যমে খাটানো হয়েছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।

আসন্ন ঈদকে সামনে রেখে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে মাদক পাচারের প্রবণতা বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলায় র‍্যাকের নিন্দা

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়

‎হাদি হত্যার বিচার দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের নতুন কমিটি

প্রথম আলোর কার্যালয়ের সামনে কর্মীদের মানববন্ধন

হাদির হত্যাকাণ্ডকে ‘ব্যবহার করে’ উচ্ছৃঙ্খলতার নিন্দা গণতান্ত্রিক সংস্কার জোটের

প্রথম আলো ও ডেইলি স্টারের ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন আইজিপির