রাজবাড়ীতে ট্রাকচাপায় মেহেদী প্রামাণিক (২২) নামে বাইসাইকেল আরোহী এক যুবকের নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় শহরের রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়ক এ ঘটনা ঘটে।
নিহত যুবক শহরের লক্ষ্মীকোল গ্রামের আফজাল প্রামাণিকের ছেলে এবং তিনি একটি কোম্পানির বিক্রয়কর্মীর চাকরি করতেন।
প্রত্যক্ষদর্শীরা বলেন, নিহত যুবক বিকেল সাড়ে ৫টার দিকে পাবলিক হেলথ এলাকা থেকে রাস্তা পার হচ্ছিল। সে সময় কুষ্টিয়াগামী একটি ট্রাক তাঁকে চাপা দিয়ে পালিয়ে যায়। এ সময় স্থানীয়রা তাঁকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
রাজবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইফতেখারুল আলম প্রধান আজকের পত্রিকাকে বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সেই সঙ্গে ঘাতক ট্রাকটিকে আটক করলেও চালক পালিয়ে যায়। তাকে আটকের চেষ্টা অব্যাহত রয়েছে।’