মুন্সিগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাসচাপায় এক বৃদ্ধা নিহত হয়েছেন। তবে তাঁর পরিচয় জানাতে পারেনি পুলিশ। আজ বুধবার বিকেলে উপজেলার ষোলঘর যাত্রী ছাউনির সামনে মাওয়ামুখী লেনে এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ওই নারী পদচারী সেতু ব্যবহার না করে সরাসরি সড়ক পার হচ্ছিলেন। এ সময় টুঙ্গিপাড়া এক্সপ্রেসের একটি বাস তাঁকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে শ্রীনগর ফায়ার সার্ভিসের একটি দল এসে তাঁর লাশ উদ্ধার করে।
হাঁসাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী আজকের পত্রিকাকে বলেন, ‘নিহত নারীর পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। তাঁর পরিচয় ও ঘাতক বাসচালককে শনাক্তের চেষ্টা চলছে।’