হোম > সারা দেশ > ফরিদপুর

ফরিদপুরে হত্যা মামলায় উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার

ফরিদপুর প্রতিনিধি

সালথা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ওয়াদুদ মাতুব্বর। ছবি: আজকের পত্রিকা

ফরিদপুরের সালথা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. ওয়াদুদ মাতুব্বরকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান।

গতকাল সোমবার রাত ২টার দিকে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের ভাঙ্গা টোল প্লাজা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। তিনি গোল্ডেন লাইন পরিবহনে করে ঢাকায় যাচ্ছিলেন বলে ওসি জানান।

গ্রেপ্তার চেয়ারম্যান উপজেলার কাসেম বেপারী হত্যা মামলার প্রধান আসামি। এ ছাড়াও তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের ওপর হামলার ঘটনায় কোতোয়ালি থানার একটি হত্যাচেষ্টা ও নগরকান্দার মারুফ হত্যা মামলারও আসামি।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) শৈলেন চাকমা আজকের পত্রিকাকে বলেন, ওয়াদুদ মাতুব্বরকে কাশেম হত্যা মামলায় গ্রেপ্তার করা হয়েছে। অন্য মামলায় এখনো গ্রেপ্তার দেখানো হয়নি। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, গত ১৪ অক্টোবর সালথা উপজেলার গট্টি ইউনিয়নের জয়ঝাপ ইমামবাড়ি মেলার মধ্যে সঙ্গে থাকা এক তরুণীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় কাশেম ব্যাপারী (২৮) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করে কয়েকজন তরুণ। নিহত কাশেম উপজেলার গট্টি ইউনিয়নের মধ্যবালিয়া গ্রামের গেদা বেপারীর ছেলে। এ সময় চাইনিজ কুঁড়ালের আঘাতে মিলন (৩২) নামে অপর এক যুবক আহত হন। আহত মিলনও একই গ্রামের মহিন উদ্দিনের ছেলে। এ ঘটনায় সালথা থানায় একটি হত্যা মামলা দায়ের করে নিহতের পরিবারের পক্ষ থেকে। ওই মামলার এক নম্বর আসামি ওয়াদুদ মাতুব্বর।

স্বরাষ্ট্র উপদেষ্টাকে ২৪ ঘণ্টার আলটিমেটাম ইনকিলাব মঞ্চের

উত্তরায় ট্রাকচাপায় শিশুর মৃত্যু, মা-ভাইসহ আহত ৩

বাম, শাহবাগী, ছায়ানট, উদীচীকে তছনছ করে দিতে হবে: জাবি ছাত্রশিবির সেক্রেটারি

ওসমান হাদির জানাজা: ১০০০ বডি ওর্ন ক্যামেরা পরবেন পুলিশ সদস্যরা

ময়মনসিংহে পিটিয়ে হত্যা: র‍্যাবের অভিযানে আটক ৭

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলায় র‍্যাকের নিন্দা

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়