হোম > সারা দেশ > ঢাকা

গঙ্গাচড়ায় হিন্দু সম্প্রদায়ের ওপর হামলার প্রতিবাদে জাবিতে বিক্ষোভ

জাবি প্রতিনিধি 

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল। ছবি: আজকের পত্রিকা

রংপুরের গঙ্গাচড়ায় হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলার প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) একদল শিক্ষার্থী। আজ মঙ্গলবার (২৯ জুলাই) দুপুর আড়াইটার দিকে ‘নিপীড়নের বিরুদ্ধে জাহাঙ্গীরনগর’ ব্যানারে বিশ্ববিদ্যালয়ের নতুন কলা ভবন এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের করেন তাঁরা। মিছিলটি কয়েকটি সড়ক ঘুরে বটতলা এলাকায় গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করেন তাঁরা।

সমাবেশে নৃবিজ্ঞান বিভাগের ৪৯তম ব্যাচের শিক্ষার্থী নূর-এ তামিম স্রোত বলেন, ‘আমরা দেখেছি দুই দিন আগে রংপুরের গঙ্গাচড়ায় এক যুবক তাঁর ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন। আমরা ধরে নিলাম তিনি ফেসবুক মারফত ধর্মকে অবমাননা করেছেন কিংবা কটূক্তি করেছেন। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে মামলাও হয়েছে এবং পুলিশ তাঁকে গ্রেপ্তারও করেছে। এর মাধ্যমে আমরা দেখতে পেলাম একটি ধর্মকে অবমাননা করায় পুলিশ তাঁর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিল। কিন্তু তারপরে আমরা দেখলাম প্রতিবাদের নাম করে, মাইকিং করে আন্দোলনকারী জড়ো করে গঙ্গাচড়া এলাকায় হিন্দু সম্প্রদায়ের ১৫ থেকে ১৭টি বাড়িতে ভাঙচুর ও লুটপাট করা হলো। এটি কিন্তু এমন না যে দোষী, তাঁর খোঁজ পাওয়া যাচ্ছে না, সে পালিয়ে গেছে বা পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি। আমরা দেখেছি মাইকিং করে আন্দোলনকারী জড়ো করে হিন্দু সম্প্রদায়ের ওপর আক্রমণ করা হলো এবং সেই আক্রমণের পর ওই এলাকার হিন্দু সম্প্রদায়ের লোকজন তাদের দীর্ঘদিনের বসতবাড়ি রেখে নিজেদের এলাকা ছেড়ে চলে যাচ্ছে। আর এই ঘটনাগুলো ঘটছে পুলিশ ও সেনাবাহিনীর সামনে, যেগুলো আমরা বিভিন্ন নিউজ পোর্টাল ও সামাজিক যোগাযোগমাধ্যমে দেখেছি ৷ এই ঘটনা শুধু হিন্দু সম্প্রদায়ের জন্য উদ্বেগজনক নয়, বরং সব সাধারণ মানুষের জন্য এটা উদ্বেগপূর্ণ।’

তামিম স্রোত আরও বলেন, ‘এই ইন্টেরিমের আমলে আমাদের সবার প্রত্যাশা ছিল, এমন একটি বাংলাদেশ হবে, যেটা হবে ধর্মীয় ও সামাজিক সম্প্রীতির। কিন্তু এই সরকারের আমলে সব মানুষের অধিকার নিশ্চিত হচ্ছে না। আমাদের দেশে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার নামে রাজনৈতিকভাবে মব সৃষ্টি করে এ রকম ঘটনা যদি ঘটতেই থাকে, তাহলে আমাদের বলতে হয়, এ দেশে দক্ষিণপন্থীদের উত্থান ঘটেছে, যেটা কোনোভাবেই ভালো দিকে যাচ্ছে না।’

তারেক রহমানের প্রত্যাবর্তন ঘিরে ৩০০ ফুটে নেতা-কর্মীদের ভিড়

রাজধানীর মগবাজারে ‘ককটেল’ বিস্ফোরণে যুবক নিহত

হাদি হত্যা: ফয়সালকে সীমান্তে আত্মগোপনে সহায়তাকারী ৫ দিনের রিমান্ডে

বিমানবন্দর এলিভেটেড এক্সপ্রেসওয়ের ঢাকায় প্রবেশের পথ ৪ ঘণ্টা টোলমুক্ত থাকবে আগামীকাল

বিমানবন্দর থেকে গুলশান ও এভারকেয়ার হাসপাতাল এলাকায় ড্রোন ওড়ানো নিষেধ‎

বড়দিন উপলক্ষে আজ সন্ধ্যা থেকে শুক্রবার সকাল পর্যন্ত আতশবাজি ও ফানুস ওড়ানো নিষেধ

শ্রীপুরে গভীর রাতে ইটভাটায় ডেকে নিয়ে জাসাস নেতাকে কুপিয়ে হত্যা

যুবদল নেতা আরিফ সিকদার হত্যা: সুব্রত বাইনের মেয়ে ফের রিমান্ডে

ঘন কুয়াশায় মাওয়া এক্সপ্রেসওয়েতে চার যানবাহনের সংঘর্ষ, আহত কয়েকজন

ডেইলি স্টারে হামলার ঘটনায় গ্রেপ্তার আরও ১