হোম > সারা দেশ > ঢাকা

মাদক কারবার ও সন্ত্রাসের বিরুদ্ধে মানববন্ধনের পর আতঙ্কে এলাকাবাসী

সাভার (ঢাকা) প্রতিনিধি 

আশুলিয়ার পাথালিয়ায় আয়োজিত সংবাদ সম্মেলন। ছবি: আজকের পত্রিকা

মাদক কারবার ও সন্ত্রাসের অভিযোগ তুলে এক বাবা-ছেলের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছিলেন আশুলিয়ার খেজুরটেক এলাকার বাসিন্দারা। কিন্তু এরপরও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কোনো পদক্ষেপ না নেওয়ায় আতঙ্কিত এলাকাবাসী।

শুক্রবার (১১ এপ্রিল) বেলা ১১টার দিকে আশুলিয়ার পাথালিয়া ইউনিয়নের খেজুরটেক বাজারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য তুলে ধরা হয়। সংবাদ সম্মেলনে স্থানীয় ২ শতাধিক বাসিন্দা অংশ নেন।

সংবাদ সম্মেলনে এলাকাবাসী জানান, খেজুরটেক এলাকার মজিবর রহমান ও তাঁর ছেলে সামিউল আলম সৈকত দীর্ঘদিন ধরে মাদক কারবারের সঙ্গে জড়িত। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে তাঁরা আওয়ামী লীগের আমল থেকে মাদক কারবার চালিয়ে যাচ্ছেন। তাঁদের গ্রেপ্তার করা হচ্ছে না।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন আশুলিয়া থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. শফিকুল ইসলাম। তিনি বলেন, ‘মজিবর ও তার ছেলে সৈকতের অনৈতিক কর্মকাণ্ডে আমরা অতিষ্ঠ। তারা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক কারবার ও সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে আসছে। ৭ এপ্রিল ঢাকা-আরিচা মহাসড়কের পাশে আমরা স্থানীয় বাসিন্দারা তাদের বিচার ও গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করেন। এরপর বিভিন্ন লোক মারফত আমাকে হুমকি-ধমকি দেওয়া হচ্ছে। সেদিন মানববন্ধনে যাঁরা অংশ নিয়েছিলেন, তাঁরা সবাই এখন আতঙ্কিত। তাঁরা ঘর থেকে বের হতে ভয় পায়।’

ভুক্তভোগী মুকুল হোসেন বলেন, ‘আমি জামগড়ায় একটি দোকানে চাকরি করি। এই ঈদের ৫ দিন আগে সৈকত তার অফিসে নিয়ে আমার হাত, পা, চোখ বেঁধে বলে তার ইয়াবা বিক্রি করতে হবে। আমি বলছি পারব না। এর জন্য আমাকে মারছে। আমাকে ইয়াবাসহ প্রশাসনের হাতে ধরিয়ে দেওয়ার ভয় দেখাইছে। পরে আমার কাছে ২০ হাজার টাকা দাবি করলে আমার আত্মীয়স্বজন ১০ হাজার টাকা দিয়ে আমাকে ছাড়িয়ে নিয়ে যায়। আমি ভয়ে কোনো মামলা করিনি, থানায় যাইনি।’

শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান নিয়োগ হবে পরীক্ষায়

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট