হোম > সারা দেশ > গাজীপুর

১৪ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল শুরু

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরের সালনায় চিলাহাটি এক্সপ্রেস ট্রেনের বগি লাইনচ্যুতের ১৪ ঘণ্টা পর পুনরায় রাজধানীর সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল শুরু হয়েছে। ছবি: আজকের পত্রিকা

গাজীপুর মহানগরীর সালনায় নীলফামারী থেকে ঢাকাগামী চিলাহাটি এক্সপ্রেস ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয়ে ট্রেন চলাচল বন্ধ থাকার ১৪ ঘণ্টা পর পুনরায় রাজধানীর সঙ্গে দেশের উত্তরাঞ্চলের ট্রেন চলাচল শুরু হয়েছে। আজ সোমবার ভোররাত ৪টার দিকে লাইন ঠিক হওয়ার পর দ্রুতযান এক্সপ্রেস দুর্ঘটনাস্থল পার হয়ে ঢাকায় প্রবেশ করে।

এর আগে গতকাল রোববার বেলা আড়াইটার দিকে ঢাকা-টাঙ্গাইল রেল রুটে গাজীপুর মহানগরীর সালনা এলাকায় ঢাকাগামী চিলাহাটি এক্সপ্রেস ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয়। তার পর থেকে দেশের উত্তরাঞ্চলের ট্রেন চলাচল বন্ধ হয়েছিল।

জয়দেবপুর রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ মো. নাদিরুজ্জামান জানান, গতকাল বেলা আড়াইটার দিকে ঢাকা-টাঙ্গাইল রেলরুটে গাজীপুরের সালনায় চিলাহাটি এক্সপ্রেস ট্রেনের চারটি বগি লাইনচ্যুত হয়। পরে বিকেলেই ঢাকা থেকে রিলিফ ট্রেনে এসে উদ্ধার কাজ শুরু করে। গেল রাত ৪টার দিকে বগি উদ্ধার ও লাইন মেরামতের কাজ শেষ হয়। পরে রাত ৪টা ২০ মিনিটে দ্রুতযান এক্সপ্রেস দুর্ঘটনাস্থল পার হয়ে ঢাকায় প্রবেশ করে।

গাজীপুরের সালনায় চিলাহাটি এক্সপ্রেস ট্রেনের বগি লাইনচ্যুতের ১৪ ঘণ্টা পর পুনরায় রাজধানীর সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল শুরু হয়েছে। ছবি: আজকের পত্রিকা

জানতে চাইলে জয়দেবপুর রেলওয়ে জংশনের স্টেশনমাস্টার আবুল খায়ের চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, নীলফামারী জেলার চিলাহাটি স্টেশন থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা চিলাহাটি এক্সপ্রেস ট্রেনটি গতকাল বেলা আড়াইটার দিকে গাজীপুর মহানগরীর সালনা ব্রিজের কাছে পৌঁছামাত্রই চারটি বগি লাইনচ্যুত হয়ে যায়। এতে যমুনা সেতু হয়ে উত্তরাঞ্চলে চলাচলকারী রেলরুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। পরে ঢাকা থেকে রিলিফ ট্রেন এসে লাইনচ্যুত বগিগুলো উদ্ধার শুরু করে। আজ ভোর ৪টার পর উদ্ধার ও রেলরুটের মেরামতকাজ শেষ হলে উত্তরবঙ্গের সঙ্গে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

তারেক রহমানের প্রত্যাবর্তন ঘিরে ৩০০ ফুটে নেতা-কর্মীদের ভিড়

রাজধানীর মগবাজারে ‘ককটেল’ বিস্ফোরণে যুবক নিহত

হাদি হত্যা: ফয়সালকে সীমান্তে আত্মগোপনে সহায়তাকারী ৫ দিনের রিমান্ডে

বিমানবন্দর এলিভেটেড এক্সপ্রেসওয়ের ঢাকায় প্রবেশের পথ ৪ ঘণ্টা টোলমুক্ত থাকবে আগামীকাল

বিমানবন্দর থেকে গুলশান ও এভারকেয়ার হাসপাতাল এলাকায় ড্রোন ওড়ানো নিষেধ‎

বড়দিন উপলক্ষে আজ সন্ধ্যা থেকে শুক্রবার সকাল পর্যন্ত আতশবাজি ও ফানুস ওড়ানো নিষেধ

শ্রীপুরে গভীর রাতে ইটভাটায় ডেকে নিয়ে জাসাস নেতাকে কুপিয়ে হত্যা

যুবদল নেতা আরিফ সিকদার হত্যা: সুব্রত বাইনের মেয়ে ফের রিমান্ডে

ঘন কুয়াশায় মাওয়া এক্সপ্রেসওয়েতে চার যানবাহনের সংঘর্ষ, আহত কয়েকজন

ডেইলি স্টারে হামলার ঘটনায় গ্রেপ্তার আরও ১