হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

সোনারগাঁয় নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডে ধাক্কা অ্যাম্বুলেন্সের, রোগীর মৃত্যু

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডে ধাক্কা লেগে অ্যাম্বুলেন্সে থাকা রোগী গোলাম মোস্তফার (৩৫) মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও দুজন। আজ সোমবার সকালে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনাখালী এলাকার ঢাকামুখী লেনে এ ঘটনা ঘটে।

কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল হক এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত গোলাম মোস্তফা সাতক্ষীরা সদরের লক্ষ্মীদাড়ি এলাকার মৃত মোহর আলী মিস্ত্রির ছেলে। তিনি কুমিল্লার চৌদ্দগ্রামে গাড়িচালকের সহকারী হিসেবে কাজ করতেন।

কাঁচপুর হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আরিফ হোসেন বলেন, আজ সকাল ১০টার দিকে অ্যাম্বুলেন্সটি কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে ঢাকায় যাচ্ছিল। পথে নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডের সঙ্গে ধাক্কা লাগলে ঘটনাস্থলেই রোগীর মৃত্যু হয়। এ ঘটনায় অ্যাম্বুলেন্সচালকসহ দুজন আহত হন। কুমিল্লায় কর্মরত অবস্থায় সড়ক দুর্ঘটনায় আহত হয়ে স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন গোলাম মোস্তফা। আজ উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকায় নেওয়া হচ্ছিল।

এ বিষয়ে জানতে চাইলে কাঁচপুর হাইওয়ে থানার ওসি রেজাউল হক আজকের পত্রিকাকে বলেন, সড়ক দুর্ঘটনার কারণে সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কিছুটা যানজটের সৃষ্টি হয়েছিল। খবর পেয়ে পুলিশ গিয়ে অ্যাম্বুলেন্সটি মহাসড়ক থেকে সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়। নিহত ব্যক্তির লাশ থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান নিয়োগ হবে পরীক্ষায়

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট