হোম > সারা দেশ > গাজীপুর

কালিয়াকৈরে ডিভাইন ফেব্রিকস কারখানায় আগুন

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুর কালিয়াকৈর উপজেলার দিঘীরপাড় এলাকার ডিভাইন ফেব্রিকস লিমিটেড কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট। শুক্রবার বিকেল সোয়া ৪টার দিকে আগুনের সূত্রপাত হয়। কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর সাইফুল ইসলাম অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন। 

ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার ছুটির দিন থাকায় প্রতিষ্ঠানের ডাইং সেকশন ছাড়া বাকি সব সেকশনের ছুটি ছিল। হঠাৎ বিকেল সোয়া ৪টার দিকে প্রতিষ্ঠানের ভেতরে আগুন দেখা যায়। মুহূর্তের মধ্যে আগুন ফ্যাক্টরিতে ছড়িয়ে পড়ে। দ্রুত কালিয়াকৈর ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। 

কারখানার শ্রমিক রফিকুল ইসলাম বলেন, ‘নিচ তলায় ডাইং সেকশন থেকে আগুনের সূত্রপাত হয়। দ্বিতীয় তলায় সুইং ফিনিশিং ও তৃতীয় তলায় সুইং সেকশন। প্রতিটি কক্ষেই প্রচুর ফেব্রিকস রয়েছে।’ 

ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর সাইফুল ইসলাম, ‘আগুন লাগার খবর পেয়ে প্রথমে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে সাভার, মির্জাপুর ও ডিবিএল মোট ৮টি ইউনিট এখন পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। এখন পর্যন্ত আগুন নিয়ন্ত্রণ আনা সম্ভব হয়নি।’ 

তিনি আরও জানান, আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনই কিছু বলা যাচ্ছে না। তবে এখন পর্যন্ত হতাহতের কোনো ঘটনা ঘটেনি। 

কতজন কারখানায় কাজ করছিল কোনো সেকশন খোলা ছিল কিনা এসব বিষয়ে জানতে ওই কারখানা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে চাইলে কাউকে পাওয়া যায়নি।

ভবঘুরের ছদ্মবেশে ৬ খুন: আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি, কারাগারে সম্রাট

আশুলিয়ায় পোশাকশ্রমিকদের ইটপাটকেল নিক্ষেপ, ৫ পুলিশ সদস্য আহত

বিরিয়ানি দিলে বুঝতে পারি ঈদের দিন— হুম্মামের মুখে গুমের অভিজ্ঞতা

বিআরটিএ ইকুরিয়ায় অভিযান, ২ দালালের কারাদণ্ড

সাবেক মন্ত্রী জাহিদ মালেকের দুই মেয়ের দেশত্যাগে নিষেধাজ্ঞা

কিশোরের ৩৮ টুকরা কঙ্কাল: হত্যার রহস্য উদ্‌ঘাটন দাবি পিবিআইয়ের

হাতিরঝিলে বাসা থেকে গৃহকর্মীর মরদেহ উদ্ধার

সরে গেছেন ব্যাটারিচালিত অটোরিকশাচালকেরা, বাড্ডায় যান চলাচল শুরু

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ

মানবতাবিরোধী অপরাধে শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল